দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়।

স্থানীয় সময় শনিবার  দিবাগত রাতে দেশটির ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। দেশে ছুটি কাটিয়ে মাত্র দুই মাস আগে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন তিনি।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে রহিম সবার ছোট ছিলেন।

রোববার সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, জীবিকার সন্ধানে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। আফ্রিকার উজালা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সেদেশে বিয়ে করে স্ত্রী ও এক ছেলেসন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। ছুটিতে আসার পর গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

তিনি বলেন, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় দোকানের ওপরের টিন কেটে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের ভেতরে মারা যান তিনি। রহিমকে হত্যার পর দোকান থেকে সন্ত্রাসীরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে, রোববার সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে মৃত্যুর খবর পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা। রহিমের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারের লোকজন।

২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিমের আরেক ভাই তরিক উল্যাহকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এসএইচ-০৮/৩০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)