হাসপাতাল থেকে ফিরেই ফের লংমার্চের ডাক ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ঘোষণা করেছেন, গত সপ্তাহে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের যেখানে তাকে গুলি করা হয়েছিল, আগামী মঙ্গলবার সেখান থেকেই পুনরায় লংমার্চ শুরু হবে। রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েই এ ঘোষণা দেন ইমরান। খবর ডনের।

রোববার  লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়াজিরাবাদের যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল এবং মোয়াজ্জামকে হত্যা করা হয়েছে, একই স্থান থেকে মঙ্গলবার আমাদের লংমার্চ পুনরায় শুরু হবে।’

ইমরান বলেন, ‘আমি এখান থেকে (লাহোরে) লংমার্চে ভাষণ দেব এবং আমাদের পদযাত্রা আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে রাওয়ালপিন্ডিতে পৌঁছবে।’

পিটিআই প্রধান জানিয়েছেন, লংমার্চ রাওয়ালপিন্ডিতে পৌঁছলে তিনি তাতে যোগ দেবেন এবং এর নেতৃত্ব দেবেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে বক্তব্য দেয়ার সময় ইমরান খানকে লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী। গুলি লাগে ইমরান খানের পায়ে। সেই সঙ্গে দলের বেশ কয়েকজন কর্মী আহত ও এক কর্মী নিহত হন।

গুরুতর আহতাবস্থায় ইমরান খানকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শঙ্কামুক্ত সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

হত্যাচেষ্টার একদিন পর শুক্রবার পিটিআই চেয়ারম্যান জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, হত্যার ষড়যন্ত্রের কথা আগেই জানতে পেরেছিলেন তিনি। ইমরান বলেন, ‘আমি আগে থেকেই জানতাম ওয়াজিরাবাদ ও গুজরানওয়ালার মধ্যবর্তী আমাকে হত্যার পরিকল্পনা হয়েছে। কীভাবে আমি জেনেছি? অভ্যন্তরীণ লোকজন আমাকে জানিয়েছে। আগের দিন তারা আমাকে ওয়াজিরাবাদে হত্যার পরিকল্পনা করে।’

এসএইচ-২৪/০৬/২২ (আন্তর্জাতিক ডেস্ক)