ঘনঘন দাড়ি কামালে অচিরেই বাড়তে পারে যে বিপত্তি!

ঘনঘন দাড়ি কামালে

রোজ দাড়ি কামালে দৃষ্টিশক্তির উপরে একটা প্রভাব ফেলে এই কথা একদম শতভাগ সত্যি। পুরাণে বর্ণিত আছে মুণি-ঋষিরা দাঁড়ি কাটতেন না বলে ৷ বহুদিন পর্যন্ত দৃষ্টিশক্তি থাকত সঠিক ৷

বিজ্ঞান বলছে নখ ও দাড়িতে স্নায়ুকোষ নেই ৷ তাই দাড়ি কামালে বা নখ কাটলে ব্যথা বা যন্তরণা হয়না ৷ তবে শিরা উপশিরা ক্ষতিগ্রস্ত হয় কেননা তাদের সরাসরি সংযোগ রয়েছে চোখের সঙ্গে।

তবে দাড়ি না কামালেও চলেনা ৷ বর্তমানে সব জায়গায়ই সে কর্মক্ষেত্রেই হোক বা উৎসবে অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপস্থিতি হতে হয় ৷

তবে ঘনঘন দাড়ি কামানো থেকে বিরত থাকা যায় যদি তবে বেশ কিছুটা উপকার পাওয়া যায় ৷

আরএম-০৮/২১/০৪ (লাইফস্টাইল ডেস্ক)