চুল ও ত্বকের যত্ন ঘিয়ের ব্যবহার

চুল ও ত্বকের

খাবারে ব্যবহৃত ঘিয়ের উপকারিতা তো সবাই জানে। কিন্তু চুল ও ত্বককে ভাল রাখতেও ঘি ব্যবহৃত হয়। আপনার চুল, ঠোঁট এবং ত্বকের জন্য ঘি ব্যবহার করতে পারেন।

১। একটি পাত্রের মধ্যে, সম পরিমাণ নারকেল তেলের সঙ্গে ৩-৪ চামচ ঘি মেশান। ১ চামচ লেবুর রস এবং ১ চামচ অ্যালোভেরা ভাল করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নিন। দুই ঘন্টা এভাবেই রেখে দিন এবং উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার চুল অনেক মসৃণ হবে, নতুন চুল হবে। চুলে খুসকি হলেও ঘি ও বাদাম মেশানো তেল লাগাতে পারেন।

২। একটি পাত্রে ৪-৫ চামচ ঘি, ৩ চামচ বাদামি চিনি ২ চামচ মধু মিশিয়ে। কাঁচের পাত্রে ফ্রিজের মধ্যে রেখে দিন। মিশ্রণ ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে সতেজ করে তুলবে। ত্বকে ঘি মাখলে ত্বক টানটান থাকবে, মুখের দাগ দূর হবে। স্নানের ৩০ মিনিট আগে ঘি সম্পূর্ণ শরীরে লাগান, এতে আপনার ত্বকের শুষ্কতা দূর হবে।

আরএম-০৮/২৩/০৪ (লাইফস্টাইল ডেস্ক)