চোখ যে মনের কথাই বলে

চোখ যে মনের

অনেকেই বলেন, চোখ দেখেই লোক চেনা যায়। আসলেই কি যায়? হুম, সত্যিই জানা যায়। কীভাবে? জেনে নিন:

আমাদের শরীরের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় এবং প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে চোখ। আর আমাদের ব্যক্তিত্ব কেমন বা মানুষ হিসেবেই বা কেমন তাও বোঝা যায় চোখের রং থেকেই।

নীল চোখ

কবিতায়, গল্পে, গানে বহুবার নীল চোখের কথা বলা হয়েছে। নীল চোখের মানুষেরা দয়ালু ও চিন্তাশীল হয়ে থাকে।

সবুজ চোখ

সবুজ রঙের চোখের মানুষ খুব একটা দেখা যায় না। এদের দেখে রাগী মনে হলেও আসলে কিন্তু তেমন নয়।

বাদামী চোখ

মন খোলা মানুষ খুঁজছেন? বাদামী চোখের কাউকে বেছে নিন। এরা খোলা মনের হয়ে থাকে। তারা বিশ্বাসী হন।

ছাই রঙের

কখনো ধূসর রঙের চোখের দিকে তাকিয়েছেন? এই রঙের চোখ গুলো খুব অদ্ভুত আর ধূসর রঙের চোখের মানুষেরা রহস্যময় হয়ে থাকে।

চোখ রং কি কালো?

ভালো বন্ধুত্ব করতে হলে কালো চোখের অধিকারীরা সবচেয়ে এগিয়ে।

আরএম-১৭/১১/১০ (লাইফস্টাইল ডেস্ক)