পুলিশের গাড়িতে আগুন দেয়া সেই যুবকের জবানবন্দি

ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া সেই যুবক নাশকতার মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শুক্রবার বিকালে এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মন্সি শহিদুল ইসলাম আসামি ওয়াসীমকে আদালতে হাজির করেন। আসামি ওয়াসীম পল্লবী থানার এক মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে পল্লবী থানা পুলিশ এই আসামিকে গ্রেফতার করে।

গত ১৪ নভেম্বর পুলিশের ওই গাড়ির ওপরে উঠে লাফালাফি করার পর ওয়াসীম গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় মামলা হলে ওয়াসীম পলাতক ছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে নেতাকর্মীরা শোডাউন করছিল। পুলিশ সড়ক থেকে নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি কার্যালয়ের সামনে থাকা পুলিশের দু’টি গাড়ির ওপরে উঠে নেতাকর্মীদের কয়েকজন লাফালাফি করে ভাংচুর চালায়। একপর্যায়ে ওয়াসীম নামে ওই যুবক ম্যাচ জ্বালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিনের পর থেকেই পুলিশ ওয়াসীমকে খুঁজছিল।

বিএ-১৬/১১-০১ (ন্যাশনাল ডেস্ক)