ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের বক্তৃতা অনুষ্ঠান হচ্ছে ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারেই।
মঙ্গলবার বিকেলে আয়োজক সংগঠন ছবিমেলার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
ছবিমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ধানমণ্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারে সন্ধ্যা ৬টায় বুকারজয়ী ভারতীয় লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের বক্তৃক্তা অনুষ্ঠান হবে।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে বক্তৃতা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করা হয়।
এরপর ছবিমেলা মাইডাসে এই বক্তৃতা হবে বলে জানায়। মঙ্গলবার দুপুরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজেও এ তথ্য নিশ্চিত করা হয়।
তবে বিকেলে আবারও অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগে এ ঘোষণা আসে। এর কিছু সময় পরই আবার জানানো হয় অনুষ্ঠান হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’-য় যোগ দিতে অরুন্ধতী রায় সোমবার ঢাকায় আসেন। উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার।
বিএ-১০/০৩-১৯ (ন্যাশনাল ডেস্ক)