সদ্য সমাপ্ত ব্রুনাই সফর নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। গণভবনে এটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনদিনের সফরে ২১ এপ্রিল ব্রুনাই যান প্রধানমন্ত্রী। সফরকালে সাতটি চুক্তি স্বাক্ষর হয়। কৃষি, মৎস্য, পশুসম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিএ-০৬/২৫-০৪ (ন্যাশনাল ডেস্ক)