নির্বাচনবিমুখতা গণতান্ত্রিক দেশের জন্য অশনিসংকেত

ফাইল ছবি

ভোটারদের নির্বাচনবিমুখতাকে একটি গণতান্ত্রিক দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় ‘উপজেলা নির্বাচন প্রসঙ্গে আমার কথা‘ শীর্ষক একটি লিখিত বক্তব্য পড়ে শোনান মাহবুব তালুকদার।

ইসি মাহবুব তালুকদার বলেন, এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচনবিমুখতা।

একটি গণতান্ত্রিক দেশ ও জাতির জন্য নির্বাচনবিমুখতা অশনিসংকেত। যথোপযুক্ত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে অবশ্যই সমুন্নত রাখতে হবে।

দেশে পাঁচটি ধাপে অনুষ্ঠিত উপজেলা ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৩১৭ জন ও স্বতন্ত্র ১৪৯ জন, জাতীয় পার্টির তিনজন ও জেপির একজন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে দেশের অন্যতম প্রধান দল বিএনপি অংশ নেয়নি। তবে দলের অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন।

উপজেলা নির্বাচনে শেষ ধাপের ভোট শেষ হয় মঙ্গলবার। এদিন চেয়ারম্যান পদে ৩৮ দশমিক ৬২ শতাংশ ভোট পড়েছে। পঞ্চম ধাপে ২২ উপজেলায় ভোট হয়, এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন দুজন।

বিএ-১৬/১৯-০৬ (জাতীয় ডেস্ক)