বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে বাণিজ্যে যাত্রা শুরু

ভুটান থেকে নদীপথে পণ্যবাহী জাহাজ এই প্রথম বাংলাদেশে এলো। জাহাজটি ভারত হয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে ভিড়ে মঙ্গলবার।

এর মাধ্যমে বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে বাণিজ্যে নবযাত্রার সূচনা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে বাংলাদেশ, ভারত, ভুটান সরকারের প্রতিনিধিরা ফিতা কেটে এ বাণিজ্যিক কার্যক্রমের সূচনা করেন।

এ সময় বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি বলেন, ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে নদীপথে পাথর আমদানি দেশ তিনটির ট্রেডের এক নবসূচনা করল। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম বলেন, এটি আমাদের ত্রিদেশীয় যোগাযোগ বাড়াবে, দেশেগুলোর বাণিজ্যিক সম্পর্ক বাড়াবে এবং আমাদের জাতিগত সংযোগ ও সম্পর্ক বাড়াতে সহায়তা করবে।

বিএ-২৩/১৮-০৭ (ন্যাশনাল ডেস্ক)