ঢাকাসহ সারাদেশে ভূকম্পন অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বেলা ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা থেকে ৬৪ কিলোমিটার উত্তর-পূর্বে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ৫। এরপর ৪ দশমিক ৭ মাত্রার আরও একটি আফটার শকে কেঁপে ওঠে অরুণাচল।

আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার।

বিএ-০৮/১৯-০৭ (ন্যাশনাল ডেস্ক)