সৌদি প্রবাসীকে এক দিনেই তিন ডোজ টিকা, যা বলল কর্তৃপক্ষ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার টিকাদান কেন্দ্রে এক ব্যক্তিকে অল্প সময়ের ব্যবধানে পরপর তিন ডোজ টিকা দেওয়ার ঘটনাটি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকেলে এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের কোনো ঘটনার ‘সত্যতা পাওয়া যায়নি।’

বিবৃতিতে বলা হয়, ‘গত সোমবার একটি বেসরকারি টেলিভিশন এবং কয়েকটি অনলাইনে সৌদি প্রবাসী ওমর ফারুক নামের এক ব্যক্তির বরাতে সামান্য সময়ের ব্যবধানে তিন ডোজ টিকা সম্পর্কিত যে সংবাদটি প্রকাশিত হয়েছে। সেই সংবাদটি মিথ্যা।’

এতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট সংবাদটি প্রচার হওয়ার পরই তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই ওই দিনের টিকার সকল তথ্য পুনরায় যাচাই-বাছাই করা হয়। টিকার সংখ্যা এবং টিকা গ্রহীতার সংখ্যা সব মিলিয়ে নির্ভুল তথ্য পাওয়া গেছে। তাই এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, সৌদি আরবে যাওয়ার আগে করোনার টিকা নিতে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন নারায়ণগঞ্জের বাসিন্দা ওমর ফারুক। না বুঝেই তিনটি বুথ থেকে তিনি তিন ডোজ টিকা নিয়েছেন বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকারে জানান।

ওমর ফারুক বলেন, ‘আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম, তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো, জিজ্ঞেস করলাম কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিলো। ওনাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব? উনিও বললেন সামনের দিকে যেতে। সামনে আসলাম, আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনাকে কয়বার টিকা দিয়েছে, উনারা বলল, একবার টিকা দিয়েছে।’

তার এই বক্তব্য গণমাধ্যমে প্রচারের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এই ঘটনার পর বিষয়টি নিয়ে বিবৃতিতে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

এসএইচ-৩২/২৮/২১ (ন্যাশনাল ডেস্ক)