শৈত্যপ্রবাহ আরও আসছে

কুয়াশার চাদরে মোড়া তিলোত্তমা ঢাকা। ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে বইছে হিমেল হাওয়া। গোটা রাজধানীই কাঁপছে হাড়কাঁপুনি শীতে। কারণ বাতাসের আদ্রতা ৫৫ শতাংশ।

মধ্য মাঘে এসে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ শনিবার ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে থমকে গেছে ব্যস্ততম নগরীর নিম্ন আয়ের মানুষের জীবন।

সারা দেশে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই থেকে তিন দিন। তবে এটিই শীতের শেষ কামড় নয়। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আরও একবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের দিনটিতে রাজধানীর কাওরানবাজার রেললাইনের ধারে দেখা মিলে ষাটোর্ধ্ব নুরুল ইসলামের। তীব্র ঠান্ডা থেকে বাঁচতে আখের খড়ে আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে হতদরিদ্র পরিবারটির তিন প্রজন্মের।

প্রচন্ড শীতে নুরুল ইসলামের মতোই ভোগান্তিতে ঢাকার নিম্ন আয়ের, খেটে খাওয়া মানুষরা। সকালের হিম হাওয়া উপক্ষো করেই যাদের ছুটতে হচ্ছে জীবিকার খোঁজে।

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য বলছে, দেশজুড়ে চলা এই শৈত্যপ্রবাহ চলবে আগামী সপ্তাহ পর্যন্ত। তবে শীতের কামড় হয়তো এটাই শেষ নয়। কারণ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আরও এক দফা মাঝারি শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়াবিদদের।

এসএইচ-২০/২৯/২২ (ন্যাশনাল ডেস্ক)