নাটোরে অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকদের এমপিও করার দাবি

নাটোরের বড়াইগ্রামের তিনটি বেসরকারী অনার্স কলেজের শতাধিক শিক্ষক তাদের পদটিকে এমপিও ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে।

রোববার সকাল ১০টায় উপজেলার বনপাড়াস্থ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের প্রভাষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নাটোর জেলা সভাপতি ও একই কলেজের প্রভাষক মো. জিল্লুর রহমান জিন্নাহ, প্রভাষক সাইফুল ইসলাম বাবু, জয়নাল আবেদীন, বনপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেন, রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক সবুজ আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশের বেসরকারী অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা নামমাত্র পকেট খরচ পেয়ে দৈনতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার বিষয়টি সুবিবেচনায় এনে অবিলম্বে তাদের পদটি এমপিও ভুক্ত করার দাবি জানায়।

এ ব্যাপারে শিক্ষক সমিতি শিক্ষামন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর সু-দুষ্টি কামনা করেন।

বিএ-১৯/২৪-০২ (উত্তরাঞ্চল ডেস্ক)