চার শিয়াল ও সাপ মেরে ইউপি সদস্যের উল্লাস

নাটোরের বড়াইগ্রামে চারটি শিয়াল ও একটি সাপ মেরে আনন্দ উল্লাসের অভিযোগ উঠেছে আব্দুল হামিদ নামে এক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। রোববার উপজেলার ইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল হামিদ স্থানীয় আব্দুল তরফদারের ছেলে ও বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য।

শিয়াল ও সাপ মারার পর আব্দুল হামিদ সেটি নিয়ে আনন্দ উল্লাস করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানায়, একটি শিয়াল ইকুড়ি মকবুল হোসেন ছেলে মোবারক (৭) ও মুজিবরের স্ত্রী আলেয়াকে কামড় দেয়।

বিষয়টি ইউপি সদস্যকে জানালে তিনি জনগণকে নিয়ে পিটিয়ে ৪টি শিয়াল ও একটি সাপ মেরে ফেলে এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কিন্তু ইউপি ওই সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।

এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, শিশু ও মহিলাকে শিয়ালে কামড় দিলে জনগণের চাপে সেগুলোকে মারা হয়েছে।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন আলী বলেন, বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে মুচলেকা নেওয়া হবে।

এ ব্যাপারে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এসএইচ-০৯/০৬/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)