রাজশাহীতে ভোটের প্রচারে জীবন্ত প্রতীক, গুনতে হলো জরিমানা

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে জীবন্ত প্রতীক (ঘোড়া) ব্যবহার করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার। এ ঘটনায় তার তিন কর্মি ও সমর্থককে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দণ্ডিতরা হলেন, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আব্দুস সামাদের ছেলে বদরুল আলম (৩৫), আতাউর রহমানের ছেলে আল আমিন (২০) ও নাদের আলীর ছেলে বাচ্চু মিয়া (৪০)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব এই তথ্য নিশ্চিক করেছেন। তিনি জানান, ওই তিনন জীবন্ত ঘোড়ারগাড়ি নিয়ে প্রার্থী আব্দুল মজিদ সরদারের সমাবেশে যাচ্ছিলেন।

এ সময় আচরণবিধি দেখভালে দায়িত্বরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে ওই তিন জনকে নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের ভ্রাম্যমান আদালতে নেয়া হয়।

পরে আদালত ভোটের প্রচারে জীবন্ত প্রতীক ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ করে মুক্তিপান ওই তিন জন।

বিএ-২২/০৭-০৩ (নিজস্ব প্রতিবেদক)