রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার হলিদাগাছী (সারদা) রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান জেলার দুর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার বাসিন্দা। খবর পেয়ে নিহতের মেয়ে জামাই রুবেল হোসেন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করেন।
হলিদাগাছী (সারদা) রেলস্টেশনের মাস্টার লুৎফর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে সারদা রেল স্টেশন অতিক্রম হচ্ছিলো। অসাবধানতায় ট্রেনটিতে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ তখনই মরদেহ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনরা নিয়ে যান।
নিহতের মেয়ে জামাই রুবেল হোসেন জানান, তিনি বাড়ি থেকে বেরিয়ে নন্দনগাছীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। অসাবধনতাবশত: রেললাইনের উপরে চলে গিয়েছিলেন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বিএ-২২/২৭-০৩ (নিজস্ব প্রতিবেদক)