রাজশাহীতে জেলের জালে উঠে এলো ৩৭৫ রাউন্ড গুলি

রাজশাহীর তানোর উপজেলায় এক জেলের মাছ ধরার জালে উঠে এসেছে থ্রি নট থ্রি রাইফেলের ৩৭৫ রাউন্ড গুলি। সোমবার সকালে উপজেলার মালশিরা এলাকার একটি পুকুর থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

রোববার দিনগত রাতে উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা এলাকায় মৃত ইয়াসিন আলীর পুকুরে বেড়া জাল নামিয়ে মাছ ধরেন জেলেরা। এসময় জালের সঙ্গে উঠে আসা মাছগুলো নিয়ে অবশিষ্ট ময়লা-আবর্জনা পুকুর পাড়ের জঙ্গলে ফেলে দেন। কিন্তু সকালে স্থানীয়রা ওই স্থানের আবর্জনার সঙ্গে পরিত্যক্ত, জং ধরা রাইফেলের শতশত গুলি দেখতে পান।

পরে ওই পুকুরের লিজ নেয়া মাছচাষি তৌহিদুর রহমান কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন ও তানোর থানার পুলিশকে খবর দেন। তানোর থানা পুলিশের তদন্ত (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেগুলো উদ্ধার করে। পরে পুকুরে আরেক দফা জাল নামানো হলে আরও বেশকিছু গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, অস্ত্র ও গুলির ধরন দেখে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।

তারপরও আমরা এসব অস্ত্র ও গুলির উৎস কী তা তদন্ত করে খতিয়ে দেখব। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

বিএ-১৩/০৮-০৪ (নিজস্ব প্রতিবেদক)