রাজশাহীতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক কালে আটক ৩

রাজশাহী নগরীতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর ভালুকপুকুর এলাকার একুটি আম বাগান থেকে মতিহার থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-জামায়াত কর্মী আবু তাহের (৪৮) ও দেলদার হোসেন (৩৩) এবং শিবির কর্মী কামরুল হাসান (২৮)। এরা ভালুকপুকুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রাতেই নগরীর মতিহার থানায় নাশকতার মামলা হয়েছে। পুলিশের দায়ের করা মামলাটি তদন্ত করছেন মতিহার থানার উপপরিদর্শক শাহাবুল ইসলাম।

তিনি বলেন, মামলার এজাহারে ওই তিনজনসহ ১৫ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামী রয়েছেন আরো ২৫ থেকে ৩০ জন। ওই মামলায় এই তিন জনকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এসআই শাহাবুল দাবি করেন, রাত ৯টার দিকে স্থানীয় একটি আম বাগানে জামায়াত-শিবির কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে উপর্যুপরি ককটেল নিক্ষেপ করেন তারা।

পুলিশ ফাঁকা গুলি চালালে জামায়াত-শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে গ্রেফতার করা হয় ওই তিন জনকে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

বিএ-০১/১৫-০৬ (নিজস্ব প্রতিবেদক)