বর্তমান বিশ্বের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ( ১ম পর্যায়) প্রকল্পের আওতায় বানেশ্বর ও বেলপুকুর দুই ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মো: মনসুর রহমান প্রধান অতিথি থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- হাতিনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জরমডাংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্ভোদন করে।

উদ্ভোদন শেষে তাড়াশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ডা: মনসুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু এদেশের সরকার প্রধানই নন তিনি বিশ্বের রোল মডেল। তিনি পুনরায় প্রধানমন্ত্রী হয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় দেশের সব কিছুই উন্নয়ন করছে। তাই দেশের উন্নয়নের জন্য তিনি গত নির্বাচনে পুনরায় বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বিএ-০৩/২২-০৬ (নিজস্ব প্রতিবেদক)