রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বহুল আলোচিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মোকবুল হোসেনকে। এছাড়া চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি আগামী ৩০ জুন এখান থেকে অবমুক্ত হবেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ড. মোহ. মোকবুল হোসেন এর আগে রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বিএ-১৬/২৮-০৬ (নিজস্ব প্রতিবেদক)