রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে গৃহবধূ নিহত

ফাইল ছবি

রাজশাহীর বাগমারায় যাত্রীবাহী বাস উল্টে দীনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের উপজেলার নন্দনপুর চিকাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দীনা বেগম উপজেলার বাসুপাড়ার দেউলা এলাকার এমদাদুল হক টুনুর স্ত্রী।

দুর্ঘটনায় অন্তত ১০ বাসযাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার ভবানীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রীবাহী ওই বাসটি। পথে নন্দনপুর চিকাবাড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।

এতে বাসটি উল্টে যায়। ওই সময় বাসযাত্রী দীনা বেগম বাইরে ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিলে গুরুতর আহন হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরকর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে।

এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএ-০৬/১১-১০ (নিজস্ব প্রতিবেদক)