রাজশাহীতে পিইসি ও এবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৫৩৭৫ শিক্ষার্থী

রাজশাহীতে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) ও মাদ্রাসা শিক্ষার এবতেদায়ীতে মোট ৫ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে পিইসিতেই জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৮ জন। আর এবতেদায়ীতে জিপিএ-৫ এর সংখ্যা ২৮৭।

মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজশাহীসহ সারাদেশে একযোগে পিইসি, এবতেদায়ী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, পিইসিতে এবার রাজশাহীর ৯ উপজেলা এবং মহানগরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪১ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ছাত্র ১৯ হাজারর ৯৭৭ জন এবং ছাত্রী ২১ হাজার ৫৮৮ জন। পাস করেছে ৪০ হাজার ৩৮৭ জন। পাসের হার ৯১ দশমিক ৪২ শতাংশ। জেলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৪৯৬টি।

অন্যদিকে এবতেদায়ীতে এবার পাসের হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪ হাজার ৪৪৪ জন্য। এর মধ্যে ছাত্র ২ হাজার ৫৮৮ জন। আর ছাত্রী ১ হাজার ৮৫৬ জন। এবার পাস করেছে মোট ৩ হাজার ৮৬৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন পরীক্ষার্থী। জেলায় এবার মাদ্রাসার সংখ্যা ২২২টি।

জেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম প্রাথমিক ও এবতেদায়ীর ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

বিএ-০২/৩১-১২ (নিজস্ব প্রতিবেদক)