রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। স্বাস্থ্য অধিদফতরের হস্তক্ষেপে রোববার বেলা ৩টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

এর আগে শনিবার দুপুর আড়াইটা থেকে তারা কর্মবিরতি শুরু করেন। রোববার হাসপাতালে আসেন অধিদফতরের পরিচালক (প্রশাসন) সামির হোসেন সাদি। তিনি হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। পরে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

আলোচনা শেষে বেলা ৩টায় সামির হোসেন সাদি সাংবাদিকদের বলেন, ‘ইন্টার্নদের কর্মবিরতির বিষয়টি আমরা অধিদফতর থেকে গুরুত্বের সাথে নিয়েছি। এই জন্য আমি এসে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সমস্যা নিয়ে রাজনৈতিক নেতাদের সাথেও আমাদের কথা হয়েছে। সবাই আশ্বস্ত করেছেন। এর প্রেক্ষিতে তারা এখন কর্মবিরতি প্রত্যাহার করছেন।’

গত ১৯ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। ওই রাতে তাকে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় আইসিইউ চেয়েও না পাওয়া এবং চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে রাবি শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের মারামারির ঘটনাও ঘটে। এনিয়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও রাবি কর্তৃপক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

এসএইচ-০৬/২৩/২২ (নিজস্ব প্রতিবেদক)