১১ দফা না মানলে রাজশাহী বিভাগে ধর্মঘটের ঘোষণা

মহাসড়কে নসিমন ও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, পুলিশি হয়রানি বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার  বিকেল সাড়ে ৪টায় নাটোর শহরের একটি কমিউনিটি সেন্টারে ৮টি জেলার ১৭টি পরিবহন সংগঠনের যৌথসভা শেষে এ ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সাফকাত মুঞ্জুর বিপ্লব।

সাফকাত মুঞ্জুর বিপ্লব বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ১১ দফা দাবি সরকারকে বাস্তবায়ন করতে হবে। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলবে না।

এসএইচ-২৭/২৬/২২ (নিজস্ব প্রতিবেদক)