মাগুরায় জেএসসিতে ফেল করায় ২ ছাত্রীর আত্মহত্যা

মাগুরার মহম্মদপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় সুমাইয়া আক্তার (১৩) এবং নাজমা আক্তার (১৩) নামে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ফাতেমা উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের জিয়া রহমান মোল্যা ও চায়না বেগম দম্পতির মেয়ে এবং নাজমা খলিসাখালি গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফেল করায় একই দিন বেলা ১১টার দিকে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে রাকিব শেখ (১২) নামে এক ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সে উপজেলার জাঙ্গালীয়া গ্রামের সাঈদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার জেএসসি পরীক্ষার ফল ঘোষণার পর ফাতেমাকে বাড়িতে রেখে তার বাবা-মা আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। ফাতেমাকে একাকী বাড়ি রেখে যাওয়ায় এবং পরীক্ষায় ফেল করার কষ্ট সইতে পারেনি ফাতেমা। পরে বুধবার দুপুরে ফাতেমার বাবা-মা বাড়িতে আসলে দেখে ঘরের মধ্যে উড়না দিয়ে ফাঁস লাগিয়ে ফাতেমা আত্মহত্যা করেছে।

এ দিকে নাজমা আক্তারও জেএসসি পরীক্ষার ফল ভালো না হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিএ-১৮/০১-০১ (আঞ্চলিক ডেস্ক)