গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৩৪, সুস্থ ২

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

এদিকে গোপালগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত হওয়া দম্পতি সুস্থ হয়ে বুধবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। আরেকজন কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত ভাইয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৬ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত ৩২ জনকে সংশ্লিষ্ট উপজেলা আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএ-০৫/২৩-০৪ (আঞ্চলিক ডেস্ক)