বিনামূল্যে বিতরণের ২২ মণ বই দপ্তরির বাসায়

ভোলার চরফ্যাশনে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত পাঠ্যপুস্তক পাওয়া গেল দপ্তরির বাসায়। ঢালচর দাখিল মাদ্রাসার (দপ্তরি) অফিস সহায়ক আলাউদ্দিন ভূঁইয়ার চরমানিকার বাড়িতে এ বইয়ের সন্ধান মিলেছে। মাদ্রাসা সুপার আমির হোসেন ২০ থেকে ২২ মণ বই সংরক্ষণ করার কথা স্বীকার করেন।

সূত্র জানায়, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়িতে বিক্রির জন্য বই রাখা আছে। তার বাড়িতে গিয়ে বই সর্ম্পকে কথা বলতে চাইলে আলাউদ্দিনের স্ত্রীর জেরার মুখে পড়তে হয়। পরে তিনি বই রাখার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে মাদ্রাসা সুপার আমির হোসেনের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি বলেন, ‘এ বছর ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে ও স্থানান্তরিত হওয়ার কারণে আমাদের কাছে বই রয়েছে।’

তবে ঢালচর দাখিল মাদ্রাসার সভাপতি ও ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, বই রাখার বিষয়ে তিনি জানেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি জানার পর ওই মাদ্রাসা সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি দপ্তরির বাসায় বই মজুদ রাখার রেজুলেশন নিয়ে আগামী সপ্তাহে দেখা করবেন। অসৎ উদ্দেশ্যে বই মজুদের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ-২৩/০৯/২১ (আঞ্চলিক ডেস্ক)