ফেব্রুয়ারির যে দুইদিন সাজেক ভ্রমণে মানা

রাঙামাটির বাঘাইছড়িতে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেকের সব রিসোর্ট-কটেজ এবং রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, ভোটারদের নিরাপত্তা ও যাতায়াত সুগম করতে প্রশাসনের এই নির্দেশনাকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে আগামী দুই দিনের সব বুকিং বাতিল করেছি।

সাজেকের মেঘালয় রিসোর্টের মালিক ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল আইস বলেন, আমরা প্রশাসনের নির্দেশনা মেনে অগ্রিম বুকিং বাতিল করেছি। পরের তারিখে বুকিং দেওয়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয় করব।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যানচলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।

এসএইচ-৩০/০৪/২২ (আঞ্চলিক ডেস্ক)