বিয়ের দাবিতে অবস্থান, নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

সন্তান থাকার পরও প্রেমের সম্পর্ক দাবি করে জামালপুর থেকে বরগুনা এসে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অবস্থান নেয়া এক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম বরগুনার বেতাগী থানাকে এই আদেশ দেন।

এর আগে গত ২৮ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালির এক ব্যাংক কর্মকর্তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক দাবি করে ওই বাড়িতে অবস্থান করেন জামালপুর থেকে আসা মৌ নামের ওই নারী।

ব্যাংক কর্মকর্তার বাড়িতে অবস্থান করার পর ওই নারীর একের পর এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এতে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন ব্যাংক কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা। এরপর ওই নারী ব্যাংক কর্মকর্তার ঘরে বসবাস শুরু করেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয় আইনজীবী বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করেন।

এ বিষয়ে আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি বলেন, বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করার পর আদালত ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বরগুনা বেতাগী থানাকে আদেশ দিয়েছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আদালতের আদেশের কপি হাতে পেলে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ-২৮/১০/২২ (আঞ্চলিক ডেস্ক)