নোয়াখালীতে রাতেও ভোটগ্রহণ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভোট দিতে রাত ৯টার দিকেও কেন্দ্রের সামনে নারীদের দীর্ঘ সারি দেখা গেছে।

বুধবার রাত ৯টার দিকে সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

জানা যায়, কেন্দ্রটিতে মোট ১ হাজার ৩৯৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৮৪ জন নারী এবং ৭১২ জন পুরুষ ভোটার।

নারীদের জন্য মাত্র ১টি বুথ স্থাপন করায় বিকেল ৪টায় ভোট গ্রহণের সময় শেষ হলেও নারীদের দীর্ঘ সারি শেষ হতে রাত ৯টা ১০ মিনিট বেজে যায়। এ জন্য নির্বাচন সংশ্লিষ্টরা নির্বাচন কমিশনকে দায়ী করছেন।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক আবুল ফজল জানান, সবশেষ রাত ৯টা ১০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটগ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ বিষয়ে বলেন, নির্বাচন কমিশন থেকে নারীদের জন্য মাত্র ১টা বুথ স্থাপন করায় তা আলাদা করা সম্ভব হয়নি। বিকেল ৪টার পরও তিন শতাধিক নারী ভোটার লাইনে থাকায় তাদের সবার ভোট গ্রহণ করতে রাত সোয়া ৯টা বেজেছে বলেও জানান তিনি।

এসএইচ-২০/১৫/২২ (আঞ্চলিক ডেস্ক সূত্র : সময়)