সাকা চৌধুরীর বাড়িতে প্রতীকী তালা

একাত্তরে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা টর্চার সেল হিসেবে পরিচিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক বাসভবন গুডস হিলে প্রতীকী তালা ঝুলিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শনিবার (২৯ অক্টোবর) সকালে গুডস হিল ঘেরাও কর্মসূচিতে তারা এই তালা লাগিয়ে দেন।

এসময় গুডস হিলের দেয়ালে ‘রাজাকারের বাড়ি’ লিখে দেয়াল লিখন করে কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সংগঠকরা।

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার ছেলে ‘শহীদ’ বলার প্রতিবাদে শনিবার তাদের পারিবারিক বাসভবন ‘গুডস হিল’ ঘেরাও করেন তারা। এসময় সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান বিশিষ্টজনরা।

সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বক্তব্যে দণ্ডিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের নিজের বাবাকে ‘শহীদ’ উল্লেখ করে স্লোগান দেন। আমরা মনে করি, এটা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য অপমান। হুম্মাম চৌধুরীর বক্তব্য ও অঙ্গভঙ্গি রাষ্ট্রদ্রোহিতার সামিল।

অবিলম্বে ওই বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবিও জানান।

এছাড়া নির্বাচনে যুদ্ধাপরাধীদের সংগঠন ও পরিবারের সদস্যদের অংশ নেয়াটা স্বাধীন বাংলাদেশের জন্য প্রহসন ছাড়া আর কিছুই নয় উল্লেখ করে যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ও রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বক্তব্য দাবি করেন সংগঠনটির নেতারা।

এছাড়া একাত্তরে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা টর্চার সেল হিসেবে পরিচিত গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানান বক্তারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহসভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রামের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সজিব ও সাজ্জাদ হোসেন এবং সদস্য সচিব কাজী রাজিশ ইমরান।

এসএইচ-০৩/২৯/২২ (আঞ্চলিক ডেস্ক)