২০ তরুণ-তরুণীর বিয়েতে দাওয়াত খেলেন ১০ হাজার অতিথি

নোয়াখালীর সেনবাগে অর্থের অভাবে বিয়ে করতে পারছেন না এমন ২০ তরুণ-তরুণী নিয়ে আয়োজন করা হয় গণবিবাহের। এতে ১০ তরুণীর সঙ্গে ১০ জন তরুণের বিয়ে দেওয়া হয়েছে।

শনিবার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়। এ উৎসবে শামিল হন উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১০ হাজার আমন্ত্রিত অতিথি। প্রতিটি ইউনিয়ন থেকে বাসে করে দাওয়াতে আনা হয়েছে দরিদ্র লোকজনকে।

ব্যতিক্রমী এই আয়োজনের আয়োজক তৈরি পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বিজিএমইএর পরিচালক আবদুল্লাহ হিল রাকিব।

আয়োজন–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলার নয়টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে অর্থের অভাবে বিয়ে করতে পারছেন না—এমন গরিব ও অসচ্ছল ২০ জন তরুণ-তরুণীকে বাছাই করা হয়। এরপর স্থানীয়ভাবে বিয়ের কাবিনসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হয়। শেষে নির্ধারণ করা হয় গণবিবাহের দিনক্ষণ। সেই অনুযায়ী চলে বিয়ের অনুষ্ঠান এবং এ উপলক্ষে মেজবানের প্রস্তুতির আয়োজন।

আয়োজকেরা জানান, বিয়েতে বর–কনের সাজসজ্জার সব সামগ্রী গতকাল শুক্রবার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া বিয়েতে বরকে উপহার দেওয়া হয় ৫০ হাজার টাকা এবং কনেকে দেওয়া হয় আধা ভরি ওজনের সোনার গয়না।

এআর-০৮/৩১/১২ (আঞ্চলিক ডেস্ক)