ফের পেছাল সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জ গঠন শুনানি

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ আগস্ট দিন ধার্য করেন। এ নিয়ে সপ্তমবারের মতো এ মামলার চার্জ গঠন শুনানি পেছাল।

আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি মিরুসহ ৩৭ জন বৃহস্পতিবার ধার্য দিনে হাজির হলেও ৩৪ নম্বর আসামি আরশাদ আলী ভূঁইয়াকে আদালতে হাজির না করায় বিচারক শুনানি পিছিয়ে দেন।

আদালতের সরকারি কৌঁসুলি অতিরিক্ত পিপি ওয়াছ কুরুনী লকেট বলেন, ৩৪ নম্বর আসামি আরশাদ আলী ভূঁইয়া উচ্চ আদালতের জামিনে থাকলেও মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। কারাগারে প্রডাকশন ওয়ারেন্ট দিয়ে তাকে আদালতে হাজির করা হয়নি। সব আসামি উপস্থিত না থাকায় শুনানি সম্পন্ন হয়নি।

এদিকে আসামিদের বিরুদ্ধে দেড় বছরেও চার্জ গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী শিমুলপত্নী বেগম নুরুন্নাহারসহ স্বজনরা।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে অনুমতির জন্য জেলা প্রশাসকের সুপারিশপত্রটির জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেড় বছরেও আসেনি। প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র হালিমুল হক মিরু কারাগারে থাকলেও বাকিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আসামিরা হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন শিমুলের স্বজনরা।

শিমুলপত্নীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছয় মাসের মধ্যে মামলাটির বিচারকার্য সম্পন্নের নির্দেশ দেন। সে অনুযায়ী আগামী ৬ জুলাইয়ের মধ্যে মামলা নিষ্পত্তির কথা থাকলেও এখনও আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনই সম্পন্ন হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি শামসুল হক বলেন, মামলা নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার বিষয়ে বিচারকরা এরই মধ্যে অবগত হয়েছেন।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে মেয়র মিরুর গুলিতে আহত হওয়ার পরের দিন মারা যান সাংবাদিক শিমুল।

বিএ-১৭/২৭-০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)