ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মা আঞ্জুয়ারা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা শাহ জামাল (৬০)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শজিমেক হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

হতাহতরা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত ছেলে আরিফকে (২৮) আটক করেছে পুলিশ। দুপুরে ধানবান্ধি মহল্লা থেকে তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় আরিফ তার বাবা-মায়ের কাছে টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকার করায় তিনি তার বাবা শাহ জামাল, মা আঞ্জুয়ারা ও ভাবিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় শাহ জামাল ও আঞ্জুয়ারাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুয়ারা বেগমের মৃত্যু হয়।

অন্যদিকে, শাহ জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শজিমেক হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ধানবান্ধি মহল্লা থেকে অভিযুক্ত ছেলে আরিফকে আটক করে পুলিশ।

অভিযুক্ত আরিফ মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা।

এসএইচ-১৭/২৭/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)