সালমা-রুমানা দুবাই যাচ্ছেন হংকংয়ের লিগে খেলতে

মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক। পহেলা মে দুবাইতে শুরু হবে এই টুর্নামেন্ট।

আর সেই লিগ মাতাতে যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেটের দুই তারকা জাহানারা আলম ও রুমানা আহমেদ। এ উপলক্ষে ৩০ এপ্রিল তাদের দেশ ছাড়ার কথা রয়েছে।

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ২০। এতে ৩৫ দেশের ৯০ নারী ক্রিকেটার অংশ নিচ্ছেন। জাহানারা খেলবেন ফ্যালকনে আর রুমানা নাম লিখিয়েছেন, বার্মি আর্মি দলে।

লেগস্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচ খেলে করেছেন ৭৪৮ রান, নিয়েছেন ৬১ উইকেট। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন রুমানা।

আর জাহানারা আগেই নারী আইপিএল খেলেছেন। ডানহাতি এই পেসার ৭১ টি-টোয়েন্টিতে শিকার করেছেন ৫৫ উইকেট।

এসএইচ-১৬/২৭/২২ (স্পোর্টস ডেস্ক)