কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

কাদের সিদ্দিকীর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রবিবার (২ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম এ ঘোষণা দেন।

ঋণ খেলাপীর দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও আরও ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা যায়।

আগে থেকেই প্রার্থিতা বাতিলের আশঙ্কায় ছিলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় সূত্রে জানা যায়, যদি কোনো কারণে কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল হয়; তাহলে তার মেয়ে কাজী আশরাফ সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসনে কৃষক শ্রমিক ও জনতা লীগের পক্ষ থেকে নির্বাচন করবেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৮ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৬৪৫ জন। বিএনপির হেভিয়েট প্রার্থী বলে পরিচিত দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী কাদের সিদ্দিকী থাকায় তিনি এবার নির্বাচন করছেন না।

অন্যদিকে এই আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

আরএম-২১/০২/১২ (অনলাইন ডেস্ক)