দেশে করোনায় মৃত্যু বাড়ছে দ্রুত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু কিছুটা বেড়েছে। এই সময়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৭ হাজার ৬১৪) জনের।

এছাড়া সোমবার দেশে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৩২১ জনের। তারও আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান। যা দ্বিতীয় সর্বোচ্চ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আক্রান্ত ৭ এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে৷ ময়মনসিংহ, বগুড়া, রংপুর, ফরিদপুরসহ অন্যান্য জেলায়ও মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত৷

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতাল পরিচালক জানান, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মৃত ২২ জনের মধ্যে রাজশাহী জেলার ১০ জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন ও পাবনা জেলার চারজন মারা গেছেন। মৃত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও নয়জন নারী রয়েছেন।

একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ছয়জনের, জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন৷

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কোভিড ইউনিটে মোট ৩৭৯ জন চিকিৎসাধীন ছিলেন৷ তাদের মধ্যে আইসিইউতে ছিলেন ২২ জন৷ গত ২৪ ঘণ্টায় ভর্তি করা হয়েছে ৩২জন রোগীকে৷

বগুড়ায় একদিনে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্য হয়েছে এবং একই সময় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে৷ এই জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৫২৬জন৷

রংপুর বিভাগে আরও ১৬জনের মৃত্য হয়েছে৷ এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ২৫৮জন৷

ফরিপুর জেলায় করোনা মহামারিতে ২২ দিনে মোট ২৪৪ জনের মৃত্যু হয়েছে৷ দেশের অন্যান্য জেলায়ও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে৷

এসএইচ-০২/২২/২১ (অনলাইন ডেস্ক)