ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। ওপেনিংয়ে নামা লিটন দাশ দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান।
ওই ওভারে থমাসের তৃতীয় বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চলে ক্লিপ করতে গিয়ে লাইন মিস হলে দ্রুত গতির বলটি তার পেছনের পায়ের গোড়ালিতে গিয়ে লাগে।
তাৎক্ষণিক ব্যাটিংয়ের জন্য উঠে দাঁড়াতে না পারলে স্ট্রেচারের করে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে নেয়া হলে এক্সরের জন্য তিনি লিটনকে মিরপুরের ডিজিল্যাবে পাঠানোর পরামর্শ দেন।
এক্সরে শেষে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন দাস। ভাল খবর হলো, তার চোট পাওয়া গোড়ালিতে কোনো চিড় ধরা পড়েনি এবং তাকে ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে । তবে তিনি ব্যাটিং করবেন কী না সেটা নির্ভর করছে তার ওপর।
এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী জানান, লিটনের কোন ফ্র্যাকচার নেই। ব্যথার ওষুধ দেওয়া হয়েছে এবং টেপ করে ওকে ম্যাচের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফ্র্যাকচার যেহেতু নেই আমরা খেলাতে চেষ্টা করবো। বাদ বাকিটা ওর ওপর নির্ভর করছে।
এসএইচ-১১/১১/১২ (স্পোর্টস ডেস্ক)