চিটাগংকে পাহাড় সমান লক্ষ্য দিলো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০ তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর ব্যাটিং ঝড়ে ২৩৯ রান করে রংপুর। জিততে হলে ২৪০ রানের পাহাড় টপকাতে হবে মুশফিকের দল চিটাগং ভাইকিংসকে।চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজি টিভি ও মাছরাঙা টিভি।

এর আগে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে আগে ব্যাট করতে মাঠে নামে মাশরাফি বাহিনী । ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২ রান করে আবু জায়েদ রাহীর বলে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান এই ক্যারিবিয়ান দানব।এর পর রাইলি রুশোকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন অ্যালেক্স হেলস।চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ৪৭ বলে ১১টি চার ও পাঁচটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রংপুর রাইডার্সের এই ইংলিশ ওপেনার। শতরান করে সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে বিদায় নেন হেলস।

হেলস আউট হবার পর ব্যাটিংয়ে এসে এদিন ভালো করতে পারেননি এবি ডি ভিলিয়ার্স।মাত্র ১ রান করে খালেদ আহম্মেদের বলে রাহির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই আফ্রিকান হার্ড হিটার। ভিলিয়ার্স চলে যাবার পর মোহাম্মদ মিথুনকে সাথে নিয়ে বড় পুঁজির দিকে যেতে থাকেন রুশো। হেলসের পর রুশোও সেঞ্চুরি তুলে নেন। ৫১ বল খেলে ৮ চার ও ছয়টি ছয়ের সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন।এছাড়া নাহিদুল ইসলাম ১৫ রান করেন।

চিটাগংয়ের হয়ে আবু জায়েদ ২টি,রবিউল হক ১টি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট তুলে নেন।

বিপিএলের চলমান আসরে ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে চার জয়ে৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে রংপুর। অন্যদিকে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস আগের সাত ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম,ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস,রাইলি রুশো।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ,খালেদ আহমেদ, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক।

এসএইচ-০৪/২৫/১৯ (স্পোর্টস ডেস্ক)