বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো

দ্বিতীয় মেয়াদে আবারো নির্বাচিত হতে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সভাপতি পদে তিনি ছাড়া আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে না। ৭ জুন শুরু হবে নারীদের ফুটবল বিশ্বকাপ। তার দুদিন আগে ৫ জুন হবে ফিফার নির্বাচন।

টটেনহ্যাম হটস্পারের সাবেক রক্ষণভাগের খেলোয়াড় রামন ভেগা ফিফা নির্বাচনে সভাপতি পদে ইনফান্তিনোর বিপক্ষে লড়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি অন্যান্য দেশের কাছ থেকে খুব বেশি সমর্থন পাননি।

৪৭ বছর বয়সী ভেগার প্রয়োজন ছিল ২১১ সদস্য দেশের কিছুটা হলেও সমর্থন। কিন্তু তিনি খুব বেশি আশা জাগানিয়া সমর্থন পাননি। তাইতো সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৪৮ বছর বয়সী এই সুইজ ফুটবল প্রশাসক ইনফান্তিনো বিতর্কিক সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন। তিনি ২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৪৮ করার ধারনার প্রবর্তন করেন।

সেটা ২০২২ সালে কাতার বিশ্বকাপেও হতে পারে। সেক্ষেত্রে বিষয়টি বিবেচনাধীন আছে। আদৌ ২০২২ কাতার বিশ্বকাপ ৪৮ দল নিয়ে আয়োজন করা যাবে কিনা সেটার সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

এসএইচ-১১/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)