তামিমকে আইসিসির শুভেচ্ছা

তামিম ইকবাল। বুধবার পা দিলেন ৩০ বছরে পা দিলেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। এই দিনে ভক্ত সমর্থকদের শুভেচ্ছায় ভাসছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক।

দেশ সেরা এই ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানানো দলে আছে খোদ আইসিসিও। ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি তাদের ভেরিফায়েড ফেসবুকে পেইজে তামিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘১২, ৩০০ আন্তর্জাতিক রান। ২১টি আন্তর্জাতিক সেঞ্চুরি।

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল।’

তামিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। এছাড়া টেস্টে ৩০০০ এবং ওয়ানডেতে ৫০০০ হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার তিনি। টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশিদের মধ্যে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিমই প্রথম।

২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তামিমের। তারপর এ পর্যন্ত খেলা ৫৮ টেস্টে ৯ সেঞ্চুরি মিলিয়ে করেছেন ৪৩২৭ রান। ৮৯ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে তার রান ৬৪৬০। আর ৭৫ টি-টুয়েন্টিতে একটি সেঞ্চুরিসহ রান করেছেন ১৬১৩।

এসএইচ-০৯/২০/১৯ (স্পোর্টস ডেস্ক)