পাকিস্তান সফরে বিশাল অঙ্কের লোকসান বিসিবির!

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। এখবর এখন পুরনো। নানা খড় কাঠ পুড়িয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে কূটনৈতিকভাবে হেরেছে বাংলাদেশ, যদিও এ কথা মানতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে তিন মেয়াদে পাকিস্তান যেতে প্রচুর পরিমাণ লোকসানের মুখোমুখি হতে হচ্ছে বোর্ডকে।

বিসিবি বসের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বোর্ডের অনেক কর্মকর্তাও। কেননা আয়োজক দেশ সবকিছুর খরচ বহন করলেও ভ্রমণ খরচ বহন করতে হয় সফরকারী দেশকে। সে ক্ষেত্রে দুবার অতিরিক্ত সফরের ক্ষেত্রে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হবে বিসিবি। সফরে যেতে প্রতিবারে বিমান খরচ পড়বে প্রায় এক কোটি টাকারও বেশি।

এ ক্ষেত্রে অতিরিক্ত দুইবারে আরও দুই কোটি টাকা বেশি খরচ হবে বোর্ডের। ফলে এই দুটি কোটি টাকার লোকসান গুণতে হচ্ছে বিসিবিকে। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা যদি একবার পাকিস্তানে যাই তাহলে তিনবারের তুলনায় কম টাকা খরচ হবে। আমি জানি না কী উদ্দেশ্যে তিনবার সফরের চুক্তি হয়েছে।

কিন্তু এই চুক্তির পেছনে অন্য কোনো চুক্তি আছে, আমি নিশ্চিত।’ এ দিকে, নিজেদের লোকসানের কথা না ভেবে উল্টো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতির কথা ভাবছে বিসিবি। যে কারণে দুই টেস্টের মাঝে একটি ওয়ানডে ম্যাচ খেলতেও রাজি হয়েছে বাংলাদেশ।

এসএইচ-১০/১৬/২০ (স্পোর্টস ডেস্ক)