ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে সম্মান জানাবে বার্সেলোনা

বার্সেলোনায় ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ক্লাবকেও দিয়েছেন নিজের সেরাটা।

তাইতো আগামী ১৯ আগস্ট এ কিংবদন্তিকে সম্মান জানাবে কাতালানরা।

এছাড়া সাবেক সব খেলোয়াড়দের সঙ্গে সেদিন এক প্রীতি ম্যাচের আয়োজনও করেছে বার্সা। এতে থাকবেন রোনালদিনহোও। এমনকি আন্দ্রে পিরলো, থিয়েরি অরি, রবার্তো কার্লোস, পাভেল নেদভেদ, পাওলো মালদিনির সঙ্গে দিয়েগো ম্যারাডোনারও উপস্থিত থাকার কথা রয়েছে খেলাটিতে। ম্যারাডোনা নেপোলি যাওয়ার আগে এই বার্সেলোনাতেই খেলেছিলেন।

তবে কাতালান ক্লাবটিতে খ্যাতিতে এদের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত খেলা রোনালদিনহো। সত্যি বলতে কি বার্সেলোনার ইউরোপীয় পর্যায়ের উত্থানে রোনালদিনহোর ভূমিকা অনেকখানি।

ব্রাজিল ফুটবলারটি এই ক্লাবের হয়ে দুই বার করে লা লিগা ও ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স লিগটি জেতেন। ফুটবল ক্যারিয়ার শেষেও তিনি এই ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

এসএইচ-২২/০১/২০ (স্পোর্টস ডেস্ক)