বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসের ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। আর ফুটবল এই জাদুকরকে বরণে একদিকে যেমন প্যারিসের রাস্তায় মানুষের ঢল নেমেছিল, তেমনি তার নতুন ক্লাবের জার্সি কিনতে দোকানগুলোতেও ভিড় জমিয়েছে ভক্ত-সমর্থকরা।
এদিকে, মাঠে এখনো পিএসজির জার্সি গায়ে মেসিকে খেলতে দেখা না গেলেও আর্জেন্টাইন তারকা এরইমধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই মেসির জার্সির চাহিদাও তুঙ্গে। আর এই জার্সি থেকেই বিপুল লাভের মুখ দেখেছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান।
সংবাদটি বিস্ময়কর মনে হলেও ঠিক এমনটিই ঘটেছে। মেসির জার্সি বিক্রয়ে পিএসজির পাশাপাশি শ্রীবৃদ্ধি ঘটেছে জর্ডানেরও।
বিশ্বের ফ্যাশন রাজধানী হিসাবে পরিচিত ফ্রান্সের প্যারিস। সেই শহরের প্রধান ক্লাবে যখন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার যোগ দেন, তখন তার জার্সির রমরমা বাণিজ্য হবে এটাই স্বাভাবিক। পিএসজির জার্সি স্পন্সর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ব্রান্ড নাইকি, যে সংস্থাটি আবার বাস্কেটবল কিংবদন্তি জর্ডানেরও স্পন্সর।
কয়েক বছর আগেই পিএসজির সঙ্গে নাইকির চুক্তি স্বাক্ষর হয়। সেইমতো একমাত্র পিএসজির জন্যই অত্যাধুনিক ও শহরের ফ্যাশনের কথা মাথায় রেখে নাইকির ‘এয়ার জর্ডান’ সাব ব্র্যান্ডের জার্সি বানানোর কথা হয়। বিশ্বের একাধিক দলকে স্পন্সর করলেও শুধু প্যারিসের ক্লাবের হয়েই এই ব্র্যান্ডের বিশেষ জার্সি বানানোর চুক্তি স্বাক্ষর হয়।
মাইকেল জর্ডানের নামাঙ্কিত এই ব্র্যান্ডের লভ্যাংশের পাঁচ শতাংশ পান জর্ডান নিজে। সেই অনুযায়ী মেসির জার্সি বিক্রয়ের পাঁচ শতাংশ মূল্য ঘরে ঢুকছে জর্ডানের। তবে এই অঙ্কের পরিমাণ শুনলে রীতিমতো চমকে উঠবেন।
আর্জেন্টাইন মিডিয়া টিওয়াইসি স্পোর্টসের মতে, মেসির নাম ও নম্বর লেখা একটি জার্সির দাম প্রায় ১৬২ ডলার। এই জার্সি বিক্রয় করে পিএসজি এখনো পর্যন্ত প্রায় ১৪০ মিলিয়ন ডলার লাভ করতে সক্ষম হয়েছে। তার থেকে প্রায় সাত মিলিয়ন ডলার চুক্তি অনুযায়ী পেয়েছেন জর্ডান। বাংলাদেশী মুদ্রায় যা ৬০ কোটি টাকারও বেশি। আগামী দিনে এ সংখ্যা যে আরও বাড়বে। মেসির পিএসজিতে আগমনে যে ক্লাবের সঙ্গে জড়িত সকলেরই শ্রীবৃদ্ধি ঘটছে, তা বলাই বাহুল্য।
এদিকে, মেসি পিএসজিতে আসার পর মেসিজ্বরে কাঁপছে প্যারিস। কেউ বলছেন, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি লিওনেল মেসি পিএসজিতে আসবে। এখনও স্বপ্ন মনে হচ্ছে। ওর মতো ফুটবলারকে ফ্রান্সে পেয়ে আমরা গর্বিত। ও আসায় পিএসজির আক্রমণভাগ আরও শক্তিশালি হয়েছে। এমবাপ্পে, নেইমারের সঙ্গে মেসির খেলা দেখতে মুখিয়ে আছি আমরা।
আকাশে বাতাসে মেসি বন্দনা। ফুটবল বিশ্বে মহাতারকা অনেকেই এসেছেন। কিন্তু শেষ কবে কাকে নিয়ে এমনটা হয়েছে কে বলতে পারবে? বাঘা বাঘা ফুটবলার নিয়েও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাইআছে পিএসজির। স্বপ্নের ফেরিওয়ালা মেসিকে ঘিরেই এখন যত আশা সমর্থকদের।
এক সমর্থক বলেন, মেসি আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। কারণ তুমি অসাধারণ মানুষ। তার চেয়েও তুমি একজন জাদুকরী ফুটবলার। কেউ বলেন, মেসি বিশ্বের সেরা ফুটবলার। তার সঙ্গে কারও তুলনা হয় না। আমরা আশা করছি ও এ মৌসুমে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণ করবে।
নতুন ক্লাবের হয়ে এখনো মাঠের লড়াইয়ে না নামলেও দলের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। শুনিয়েছেন আশার কথাও। আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পিএসজির হয়েই পূরণ করতে চান এ মহাতারকা।
এসএইচ-২১/২১/২১ (স্পোর্টস ডেস্ক)