ছয় প্রাইভেসি চেকআপ টুল তৈরি করেছে গুগল

তথ্যের বাড়তি নিয়ন্ত্রণ এর জন্য প্রাইভেসি চেকআপ টুল তৈরি করেছে গুগল। এর মাধ্যমে গুগলের সেবা গুলোর ৬ ক্যাটাগরির প্রাইভেসি চেক করা যাবে।

যেগুলো হলো-

১.গুগলের অভিজ্ঞতাকে আরও পার্সোনালাইজ করা

২.নিজের জন্য প্রাসঙ্গিক বিজ্ঞাপনের সেটিংস তৈরি করা

৩.আপনার সম্পর্কে অন্যেরা কী দেখছেন তার নিয়ন্ত্রণ করা

৪.অন্যদেরকে আপনার সঙ্গে সংযুক্ত করতে গুগলকে সহায়তা করা

৫.গুগল ফটোজের সেটিংসের উপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা

৬.ইউটিউবে কী শেয়ার করছেন তার ম্যানেজম্যান্ট

বর্তমানে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। গুগল সার্চ, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, ইন্টারনেট ব্রাউজার ক্রোম, ম্যাপস, জিমেইল, ইউটিউব এমন আরো অনেক কিছু যা আমরা ব্যবহার করছি।

এসএইচ-২১/২৬/২০ (প্রযুক্তি ডেস্ক)