এবার রাশিয়ার বিপক্ষে নামল ইউটিউব ও গুগল!

রুশ-ইউক্রেন চলমান ইস্যুর মধ্যেই রাশিয়ার গণমাধ্যমের ওপর ফেসবুক ও টুইটার নিষেধাজ্ঞা আরোপ করার পর একই পথ অনুসরণ করল ইউটিউব ও গুগল কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রেমলিন। পাল্টা ব্যবস্থা নিতে রাশিয়ায় ফেসবুক ব্যবহার সীমিত করার ঘোষণা দিয়েছে পুতিন সরকার। যদিও রুশ-ইউক্রেন ইস্যুতে যাতে কোনো ভুল তথ্য না ছড়ায়–এ কারণেই এমন পদক্ষেপ নেওয়ার দাবি করেছে টুইটার।

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই রাশিয়ার গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সামাজিক মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দেয় ফেসবুক। এর ফলে বেশ কয়েকটি অনলাইন পোর্টালসহ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ফেসবুক পেজে কোনো বিজ্ঞাপন চালাতে পারবে না। এতে আগের চেয়ে ফেসবুক থেকে আয়ের হার অনেক কমবে। এমনকি ফেসবুক ব্যবহারেও গতি কমেছে বলে অভিযোগ করেছেন রুশ ব্যবহারকারীরা।

রুশ-ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার গণমাধ্যমের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করল ফেসবুক কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টা আগে টুইটারও রাশিয়া ও ইউক্রেনে সামাজিক মাধ্যমে সব ধরনের বিজ্ঞাপন বন্ধের নিষেধাজ্ঞা আরোপ করে।

এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ক্রেমলিন। পাল্টা ব্যবস্থা নিতে রাশিয়ায় ফেসবুক ব্যবহার সীমিত করার ঘোষণা দিয়েছে পুতিন সরকার। যদিও টুইটার কর্তৃপক্ষ জানায়, রুশ-ইউক্রেন ইস্যুতে যাতে কোনো ভুল তথ্য না ছড়ায়–এ কারণেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।

এসএইচ-১৯/২৭/২২ (প্রযুক্তি ডেস্ক)