রাত ১২:৫৭
বৃহস্পতিবার
৭ ই আগস্ট ২০২৫ ইংরেজি
২২ শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
১২ ই সফর ১৪৪৭ হিজরী
spot_img

আলাপ-আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। বন্ধুপ্রতিম দেশ দুটি চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। সহায়তা চাইলে করবো। না চাইলে আগ বাড়িয়ে কিছু করতে পারি না।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত-মহাসম্পর্ক আছে। কিন্তু আমরা চাই না এখানে কোনো বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এটা এ অঞ্চলের মানুষের কোনো বিপদের কারণ না হয়ে উঠতে পারে। ভারত-পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতোমধ্যে দেখেছি, দু’একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবে হোক মধ্যস্থতার মাধ্যমে হোক, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।

ভারত-পাকিস্তান দুটি দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ইতোমধ্যে ইরান ও সৌদি আরব ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশও মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারি কি না– এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব, তারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়ত আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না।

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না– জানতে চাইলে উপদেষ্টা বলেন, আধুনিক জামানায় সবকিছু সবাইকে কমবেশি প্রভাবিত করে। কাজেই কোনো কিছু আমাদের একটুও প্রভাবিত করবে না, সেটা আমি বলি না। তাদের যেই সংঘাত সেটা আমাদের সরাসরি প্রভাবিত করার কিছু নাই। কারণ, আমরা এতে কোনো পক্ষ নিইনি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেকোনো সংঘাত বা সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়ে। ‘তবে তাদের কাছ থেকে আমাদের যদি কোনো স্বার্থ থাকে আমদানি করার, আমরা করব।’

এআর-০১/২৭/০৪ (জাতীয় ডেস্ক)

লাখো মানুষের শ্রদ্ধা শেষে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় শনিবার দুপুরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। পোপের কফিনটি সমাহিত করার জন্য সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল লাখো মানুষ। তবে সমাধিস্থ করার সময় কেবল পোপের নিকটতম ব্যক্তিদেরই অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের অন্তত চার লাখ মানুষ। অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ব নেতারা।

পোপ ফ্রান্সিস ১৪০ কোটি ক্যাথলিকদের প্রধান হিসেবে ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও পুরুষ ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​ গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস।

এআর-০২/২৬/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)

প্রায় ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

বিদ্যুৎ বিভ্রাটে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মেট্রোরেল চলাচল।

শনিবার সন্ধ্যায় ৬ টা ৫২ মিনিটে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে শনিবার বিকেল ৫ টার পর বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সে সময় ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে।’

চলাচল বন্ধের কারণে যারা যাত্রা পথে ছিলেন, তাদের অনেকেই ট্রেনের ভেতর আটকা পড়েন। স্টেশনগুলোতেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

এআর-০১/২৬/০৪ (জাতীয় ডেস্ক)

পাকিস্তানে বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

পাকিস্তানের কোয়েটায় রাস্তার পাশে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে দেশটির নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। তাঁরা প্যারামিলিটারি বাহিনী ‘ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি’র সদস্য ছিলেন বলে জানা গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার কোয়েটার মারগেট এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ জানায়, নিহত সদস্যরা গাড়িতে করে মারগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে চার সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতে তারা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে।

হান্না উরাক স্টেশন হাউস অফিসার নাভিদ আখতার বলেন, নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে কোয়েটা শহরতলিতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। আহতদের মধ্যে ল্যান্স নায়েক জাফর, লাইন্স নায়েক ফারুক ও সিপাহী খুররম সেলিম রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

ডন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

এআর-০২/২৫/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কাতার থেকে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট কাতার থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায়) রোমে পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রধান উপদেষ্টা পৌঁছানোর এক ঘণ্টা পর স্থানীয় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

আবার শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

 
এআর-০১/২৫/০৪ (জাতীয় ডেস্ক)

কাশ্মীর হামলা: একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা ভারত-পাকিস্তানের

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে প্রথমে ভারত, আর তারপরে পাকিস্তান, একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

এ সব পদক্ষেপগুলোর মধ্যে দুই দেশেরই ওয়াঘা-আটারি সমন্বিত সীমান্ত চৌকি বন্ধের ঘোষণা যেমন আছে, তেমনই আছে দুটি দেশই অপর দেশের সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে দেওয়া

ভারত বুধবার ঘোষণা করেছিল যে ‘সার্ক দেশগুলোর জন্য ভিসা ছাড়’ প্রকল্পের আওতায় যে পাকিস্তানীরা বিশেষ ভিসা পেয়েছেন, তা বাতিল করা হল। বৃহস্পতিবার পাকিস্তানও ঠিক ওই একই ঘোষণা করেছে ভারতীয়দের জন্য

বৃহস্পতিবার আবার ভারত জানিয়েছে যে, পাকিস্তানের নাগরিকদের ইতিমধ্যেই দেওয়া সব ভিসা ২৭শে এপ্রিলের পর বাতিল বলে গণ্য হবে।

একদিকে ভারত যেমন সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করেছে, তেমনই পাকিস্তান আবার সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানের আকাশ সীমাও ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে তারা।

দেখে নেওয়া যাক কোন দেশ অপর দেশটির বিরুদ্ধে কী কী পদক্ষেপের ঘোষণা করেছে:

চুক্তি স্থগিত:

ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বুধবার রাতে সিদ্ধান্ত নেয় যে ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে সাক্ষরিত সিন্ধু জল চুক্তি তারা স্থগিত করছে।

বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে “এই চুক্তির আওতায় পাকিস্তানের অংশ থেকে জল প্রবাহ বন্ধ এবং অন্য দিকে প্রবাহিত করে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।”

ইসলামাবাদ বৃহস্পতিবার জানিয়েছে, “আন্তর্জাতিক কনভেনশন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা ইচ্ছাকৃত-ভাবে উপেক্ষা করে ভারতের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার অধিকার প্রয়োগ করবে, যতক্ষণ না ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে উৎসাহিত করা অব্যাহত রাখা, বিদেশে হত্যাকাণ্ড চালানো এবং কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাব না মানার অবস্থান থেকে সরে না আসবে।”

বুধবার রাতে ভারত বলেছিল, “১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে।”

এছাড়াও, ঘোষণায় বলা হয়েছে যে, ভারতের সাথে সব ধরনের বাণিজ্যও স্থগিত করা হচ্ছে এবং এটি তৃতীয় যে কোনও দেশের মাধ্যমে বাণিজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে

কূটনীতিকদের অপসারণ:

বুধবার ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কিছু সামরিক কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে সরিয়ে দিয়েছিল। আর ইসলামাবাদ থেকে নিজেদের একই পদমর্যাদার কূটনীতিকদের সরিয়ে আনার কথা ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার পাকিস্তানও একই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কর্মরত সামরিক ও প্রতিরক্ষা পরামর্শদাতাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। এই পরামর্শদাতাদের সহায়কদেরও পাকিস্তান ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তান বলছে, তাদের প্রতিরক্ষা উপদেষ্টা ও তাদের সহযোগীদের দেশ ছাড়তে বলেছে। একই সঙ্গে কূটনৈতিক কর্মীদেরও সীমিত করে দিয়েছে দেশটি, ঠিক যেমনটা বৃহস্পতিবার করেছিল ভারত।

ভারত অবশ্য নিজে থেকেই বলেছিল যে, তারা ইসলামাবাদে অবস্থানরত নিজেদের সামরিক ও প্রতিরক্ষা পরামর্শদাতা এবং তাদের সহায়কদের ফিরিয়ে আনবে।

দিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল ভারত, বৃহস্পতিবার ইসলামাবাদের ভারতীয় দূতাবাস নিয়ে ঠিক একই নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। কর্মী সংখ্যা ৩০শে এপ্রিলের মধ্যে কমিয়ে আনতে হবে দুই দেশকেই।

ভারতের বুধবার রাতের ঘোষণা অনুযায়ী পাঞ্জাবে অবস্থিত আটারি সীমান্ত চৌকি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে।

আটারির উল্টোদিকে পাকিস্তানের সীমান্ত চৌকির নাম ওয়াঘা। বৃহস্পতিবার পাকিস্তান তাদের ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধের নির্দেশ দিয়েছে।

তবে যারা বৈধ কাগজপত্র নিয়ে ভারতে গিয়েছেন, তাঁরা আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত এই রুট দিয়ে দেশে ফিরতে পারবেন। ভারতও একই দিন পর্যন্ত ছাড় দিয়েছিল ওই পথ দিয়ে ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানীদের জন্য।

পাকিস্তান ভারতীয় মালিকানাধীন সব বিমান সংস্থার জন্য তাদের আকাশ সীমাও বন্ধ করার ঘোষণা করেছে বৃহস্পতিবার।

পাকিস্তান শিখ তীর্থযাত্রী ব্যতীত সার্ক ‘ভিসা ছাড়’ কর্মসূচির অধীনে সমস্ত ভারতীয় নাগরিককে দেওয়া ভিসা স্থগিত করেছে। এ ধরনের ভিসায় পাকিস্তানে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতও বুধবার ঠিক একই ঘোষণা দিয়েছিল পাকিস্তানী নাগরিকদের ব্যাপারে।

তবে বৃহস্পতিবার ভারত শুধুমাত্র ওই কর্মসূচির অধীনে নয়, পাকিস্তানীদের জন্য সব ভিসাই বাতিল করে দিয়েছে।

এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে “পাকিস্তানের নাগরিকদের ইতিমধ্যেই যেসব ভিসা দেওয়া হয়েছে, সেগুলো ২৭শে এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। আর যেসব পাকিস্তানীকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে, তা ২৯শে এপ্রিল অবধি বৈধ থাকবে।”

ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা এখনও সেদেশে আছেন, তাদের দ্রুত ভারতে ফিরে আসতে বলা হয়েছে।

এআর-০২/২৪/০৪ (সূত্র: বিবিসি বাংলা)

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী রোববার তার ঢাকা আসার কথা ছিল। সম্প্রতি কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এ সফর স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসতে পারছেন না। সফরের পরবর্তী তারিখ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

আগামী রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা ছিল।

এআর-০১/২৪/০৪ (জাতীয় ডেস্ক)

রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের রেডিও পদ্মা পরিদর্শন

রেডিও পদ্মা ৯৯.২ এফ.এম পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডের তত্ত্বাবধানে বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২৯ তম ব্যাচের শিক্ষার্থীরা দেশের প্রথম কমিউনিটি বেতার পরিদর্শন করেন।

এসময় তারা কমিউনিটি রেডিও’র সম্প্রচার, অনুষ্ঠান ও কমিউনিটি রেডিও কিভাবে পরিচালিত হয় তা ঘুরে দেখেন। কমিউনিটি রেডিও’ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, অনুষ্ঠান নির্মাণ কৌশল, কমিউনিটি রেডিও নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অবগত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টেশন ম্যানেজার শাহানা পারভীন ও সহকারি স্টেশন ম্যানেজার আসাদুর রহমান।

এআর-০১/২৩/০৪ (নিজস্ব প্রতিবেদক)

রাজশাহী শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক পদে অধ্যাপক শামীমের পদায়ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসানকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে অধ্যাপক শামীমের পদায়নে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান জানান, মানবসেবায় নিবেদিত প্রাণ সহযোগী অধ্যাপক শামীম হাসান তাদের আন্দোলনে পরোক্ষভাবে বিভিন্ন সহযোগিতা দিয়েছেন। তার এই অগ্রযাত্রাকে আমরা স্বাগত জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি আকবর আলী কলেজ শাখার আহ্বায়ক মাছুম আনাম বলেন, খ্যাতিমান ও আদর্শ শিক্ষক শামীম হাসান স্যার চলে যাবার জন্য যেমন দুঃখ পেয়েছি পাশাপাশি রাজশাহী শিক্ষাবোর্ডে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবার জন্য তেমনি আবার আনন্দিত ও গর্বিত হয়েছি। ২৪ গণঅভ্যূত্থানে ছাত্রদের আন্দোলনে স্যার সবসময়ই আমাদের পাশে ছিলেন।

উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির আহŸায়ক শহিদুল ইসলাম জানান, সরকারি আকবর আলী কলেজের অত্যন্ত দক্ষ ও সুযোগ্য শিক্ষক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে যোগদান করবেন যেনে তারা খুবই আনন্দিত। খুব শিগগিরই তারা তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন।

উল্লাপাড়া শিল্পকলা একাডেমীর শিক্ষক জিতেন্দ্র নাথ বিশ্বাস জানান, উল্লাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনে শামীম হাসান এক উজ্জল নক্ষত্র। স্বচ্ছ ও আদর্শ শিক্ষক হিসেবে প্রচুর খ্যাতি অর্জন করেছেন তিনি। রাজশাহী শিক্ষাবোর্ডে তার পদায়নের জন্য আমরা সত্যিই গর্বিত।

উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ময়নুল হোসাইন জানান, সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান তাদের খুবই প্রিয় শিক্ষক। রাজশাহী শিক্ষাবোর্ডে তিনি বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।

এআর-০২/২৩/০৪ (অনলাইন ডেস্ক)

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস আর অ্যালাউ (অনুমোদন) করা যাবে না। অনেক হয়েছে। কারও কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে যশোরের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। যশোর জেলা প্রশাসনের সভাকক্ষ অমিত্রাক্ষরে এ মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে, তার সব এখনো আমরা উদ্ধার করতে পারিনি। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র উদ্ধার করতে হবে।’

জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে। জামিনের বিষয়টা তো আমাদের হাতে নেই। জজরা বিচার-বিবেচনা করে জামিন দিচ্ছেন।’ এ বিষয়ে আদালতের পিপির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সরকারি আমলাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা অরাজনৈতিক সরকার। আমাদের কাছ থেকে আপনারা বেশি সুবিধা নিতে পারেন। চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা অনুরোধ-তদবির অ্যাভয়েড (এড়াতে) করতে পারি। শতভাগ হয়তো পারিনি। তবে যতটা সম্ভব, আমরা অনুরোধ না রাখার চেষ্টা করছি। থানার ওসি যেন ঘুষ না খায়, সেটা আপনারা দেখবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বন্ধুবান্ধব, আত্মীয়ের সংখ্যা বেড়ে গেছে। আত্মীয় পরিচয়ে কেউ কোনো সুবিধা নিতে গেলে প্রথমবার চা খাওয়ায়ে বিদায় করবেন। দ্বিতীয়বার পুলিশে সোপর্দ করবেন। কোনো রিকোয়েস্ট থাকলে আমি নিজে ফোন করব।’

মাদকদ্রব্য অধিদপ্তরে কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছাইড়া দিয়ে ৫০০ বোতল রিকভার (উদ্ধার) দেখান, এটা বন্ধ করতে হবে।’

এআর-০২/২২/০৪ (জাতীয় ডেস্ক)