দুপুর ১:২৬
বুধবার
১৫ ই মে ২০২৪ ইংরেজি
১ লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৭ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৪০ লাখ মানুষ

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ প্রাণে বাঁচতে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি গেছে পোল্যান্ডে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বরাত দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে আল-জাজিরা।

ইউএনএইচসিআর জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার ২৮৭ জন ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে। তাদের মধ্যে ২৩ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

এই যুদ্ধ শুরুর পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। এতে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬৫ লাখ মানুষ।

এই যুদ্ধ থামাকে বিশ্বের অনেক দেশ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি তুরস্কের মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘শান্তি আলোচনা’ হলেও কোনো ফল হয়নি। দুই দেশের কেউই এখনো যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার টেবিলে বসতে চাইলেও এতে সাড়া দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই এই যুদ্ধ ঠিক কবে শেষ হবে, তা এখনো বলা যাচ্ছে না।

এসএইচ-২০/৩০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

টাকা না পেলে ‘বন্দিদের’ গলা কাটতেন!

যুক্তরাষ্ট্রের আদালতে ইসলামিক স্টেটের (আইএস) একজন সদস্যের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার জুরি নির্বাচনের পর বুধবার তার যুক্তিতর্ক শুরু হচ্ছে।

ওই আইএস সদস্যের নাম আল শফি আলশেখ।

সুদানে জন্ম নেওয়া আলশেখ শিশু বয়সে যুক্তরাজ্যে যান। আইএসে যোগ দিতে ২০১২ সালে তিনি সিরিয়া গিয়েছিলেন। সেখানে তিনি চারজনের একটি দলের সদস্য ছিলেন। ব্রিটিশ উচ্চারণের কারণে গ্রুপটি ব্রিটিশ ব্যান্ড ‘বিটলস’-এর নামে পরিচিত ছিল।

৩৩ বছর বয়সী আলশেখের বিরুদ্ধে মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সটলফ এবং ত্রাণকর্মী পিটার কাসিগ ও কেয়লা ম্যুলারকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া আলশেখের বিটলস গ্রুপ প্রায় ১৫ দেশের অন্তত ২৭ জনকে অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অপহৃত হওয়া কয়েকজনকে তাদের দেশের সরকার অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়েছিল। টাকা না পাওয়ায় অন্যদের গলা কেটে হত্যা করা হয় এবং সেই ভিডিও প্রকাশ করা হয়।

আরেক সহযোগী ৩৭ বছর বয়সী আলেকজান্ডা কোটির সঙ্গে মিলে আলশেখ বন্দিদের দেখাশোনা করতেন। তারা বন্দিদের ওয়াটার-বোর্ডিং, ইলেকট্রিক শকসহ নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। বিচারের সময় তাদের কাছে নির্যাতনের শিকার হওয়া কয়েক বন্দির সাক্ষ্যগ্রহণ করা হবে।

আলশেখ ও কোটি ২০১৮ সালে তুরস্কে পালিয়ে যাওয়ার সময় সিরিয়ার কুর্দি বাহিনীর হাতে ধরা পড়েন। পরে তাদের ইরাকে মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ওই বছরই তাদের নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্য।

২০২০ সালের অক্টোবরে তাদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে ফোলি, সটলফ, কাসিগ ও ম্যুলারকে হত্যার কথা স্বীকার করেন আলেকজান্ডা কোটি। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।

বিটলসের আরেক সদস্য আইন ডেভিস সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে তুরস্কের কারাগারে সাত বছরের সাজা ভোগ করছেন।

গ্রুপের নেতা মোহাম্মদ এমওয়াজি, যিনি ‘জিহাদি জন’ নামে পরিচিত ছিলেন, তিনি ২০১৫ সালে সিরিয়ার মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

এসএইচ-১৯/৩০/২২ (অনলাইন ডেস্ক)

যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড বাংলাদেশ

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। বিদেশের মাটিতে অন্যতম বৃহৎ এ আয়োজন নজর কাড়ে বিদেশিদেরও। শত শত প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিক অংশ নেন বর্ণাঢ্য এ উৎসবে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব অ্যাঞ্জেলেস-বাফলা দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে প্রধান আকর্ষণ ছিল তাদের ঐতিহ্যবাহী ১৪তম ‘বাংলাদেশ ডে প্যারেড’ ২০২২। লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত ব্যস্ততম দুটি সড়ক বন্ধ রেখে টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ প্যারেডে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরা।

প্যারেড শুরু হয় লিটল বাংলাদেশ এলাকার থার্ডস্ট্রিট ও নরমেন্ডী থেকে। পরে ভারমন্ট সড়ক হয়ে ভার্জিল মিডল স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। পরে স্কুল মাঠেই অনুষ্ঠিত হয় মেলা, আলোচনা সভা, বাফলা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় ও বাংলাদেশ থেকে আসা শিল্পীরা।

ঘোড়া, বাদকদল, আকাশে হেলিকপ্টার, সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহ বিশাল আকৃতির লাল সবুজ পতাকা। সঙ্গে বাহারি পোশাক আর সাজ। বাংলা দেশাত্নবোধক ও বিভিন্ন গানের সুরের ঝংকারে মুখরিত পুরো এলাকা। কী ছিল না এ আয়োজনে? স্বাধীনতা দিবস উদযাপনে এ এক এলাহি কাণ্ড! দেখে বোঝার উপায় নেই এটি বাংলাদেশ নাকি অন্য কোনো স্থান। যুক্তরাষ্ট্রের মাটিতে এ যেন একখণ্ড বাংলাদেশ।

এভাবেই বিদেশের মাটিতে নেচে-গেয়ে প্রিয় জন্মভূমির স্বাধীনতা উৎসবে মেতে ওঠেন বাঙালিরা। তুলে ধরেন তাদের জাতীয়তা ও সংস্কৃতি। জাতি-ধর্ম, বিভেদ এমনকী রাজনৈতিক পরিচয় ভুলে বিজয় আর সাম্যের মিছিলে নিজেদের সামিল করে বাঙালিরা আরও একবার প্রমাণ দেন তারা সহনশীল আর বীরের জাতি।

আয়োজনে প্যারেড মার্শাল লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল মুর, প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল মেম্বার নিথিয়া রামেন। এর আগে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সান্তা ক্লারিটার সিটি কাউন্সিল মেম্বার বিল মিরানডা ও ৩৮ ডিস্ট্রিক্টের সাবেক কাউন্সিল ওমেন ক্রিসটি স্মিথ, বাফলা সভাপতি শিপার চৌধুরী ও সাধারণ সম্পাদক জিয়া ইসলাম।

এসএইচ-১৮/৩০/২২ (প্রবাস ডেস্ক)

লোকাল ট্রেনে ছদ্মবেশে নওয়াজুদ্দিন!

একসময় ছিল যখন মাথা গোঁজারই জায়গা ছিল না তার, আর এখন তিনি বলিউডের শক্তিমান একজন তারকা। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম অভিনেতাদের তালিকার অন্যতম নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি। বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম–সব জায়গাতেই নিজের জায়গা আরও শক্ত করে তুলছেন নওয়াজ।

কাজের ব্যস্ততা এমনই ছিল যে, মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানকেও সময় দিতে পারেননি। তবে ব্যস্ততার ফাঁকেও একটু মজাই নিয়ে নিলেন তার ভক্তদের সঙ্গে।

অনেক তারকাই ছদ্মবেশে বা মুখ ঢেকে প্রকাশ্যে আসেন। সাধারণ মানুষের ভিড়ে প্রয়োজনীয় কাজ মিটিয়ে চলে যান। কেউ টেরও পান না তারই প্রিয় তারকা তার পাশে ছিল কিংবা তারই সঙ্গে কথা বলে গেল। একই অবস্থা হয়েছে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির বেলায়। একটি অনুষ্ঠানে যাবেন বলেই চড়ে বসলেন লোকাল ট্রেনে। কেউ চিনল না।

বিরক্তও করল না। সে জন্য নিজেকে আড়াল করতে হয়েছে। সবার নজর এড়িয়ে তিনি কীভাবে এমন করলেন? নওয়াজুদ্দিন বলেন, ‘মাথায় টুপি ছিল, মুখে মাস্ক। আজকাল তো অনেক সহজ হয়ে গিয়েছে নিজের পরিচয় লুকানো।’

জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে অনেকটা বাধ্য হয়েই ট্রেনে চড়েন নওয়াজুদ্দিন। ভারতের মুম্বাইয়ের লোকাল ট্রেনে করে পৌঁছান তিনি গন্তব্যে। মঙ্গলবার (২৯ মার্চ) এই অভিনেতার একটি ফ্যানপেজ থেকে ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, মুম্বাইয়ের লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন নওয়াজ। তারপর তাকে দেখা যায় ট্রেনে বসে থাকতে। অভিনেতা নিজেও জানান, মুম্বাইয়ের ভিড় এড়াতে লোকাল ট্রেনে ওঠেন তিনি।

ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট পরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন নওয়াজ। চোখে সানগ্লাস, মুখে মাস্ক। চুলটা সামনে বাড়িয়ে রেখে চেষ্টা করা হয়েছে কপাল ঢাকার। সঙ্গে মাথায় টুপিও। এত সাধারণ চেহারায় থাকায় কেউই চিনতে পারেনি অভিনেতাকে। এই ভিডিও দেখার পর সেদিন যারা নওয়াজের আশপাশে ছিলেন, নিশ্চয়ই এখন খুব আফসোস করছেন একটা সেলফি কিংবা অটোগ্রাফ মিস হলো বলে। শুধু কি তাই, বেশ খোশগল্পও তো করা যেত প্রিয় তারকার সঙ্গে!

এসএইচ-১৭/৩০/২২ (বিনোদন ডেস্ক)

রেকর্ড পরিমাণ চাল-গম মজুত

সরকারি পর্যায়ে চাল-গমের মজুত বেড়েছে তিন গুণ। বর্তমানে চাল ও গম মিলে সরকারিভাবে খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে ১৭ লাখ টনের বেশি। গত বছরের এই সময়ে মজুতের পরিমাণ ছিল মাত্র সোয়া ৫ লাখ টনের কাছাকাছি।

সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যের মজুত বাড়া ভালো খবর হলেও সংগৃহীত খাদ্য নিয়ে বিপাকে পড়তে পারে খাদ্য বিভাগ।

যদিও খাদ্য মন্ত্রণালয় বলছে, চালের মজুত বাড়লেও তাতে সমস্যা নেই। চাল সংরক্ষণে আধুনিকায়নের কারণে মজুত থাকলেও যেমন নষ্ট হওয়ার সুযোগ নেই, তেমনি ওএমএসসহ মাঠপর্যায়ের বিতরণ বাড়ানোর নানা পদক্ষেপও নেওয়া হয়েছে।

চালের মজুত কমানোর ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ৬০ লাখ লোককে ১০ টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর–তিন মাসে প্রায় ২ লাখ টন চাল প্রয়োজন হবে। গত বছর মজুত কম ছিল। তখন টিআর, কাবিখাকে টাকায় রূপান্তর করে দেওয়া হয়েছিল। এবার টিআর-কাবিখাকে নিয়মমাফিক দেওয়া হবে। আরও ব্যাপকভাবে বাড়ানো হবে ওএমএস।

খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে দেখা যায়, গত দুই মৌসুমে (বোরো ও আমন) সব মিলিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ লাখ ২৭ হাজার ১৮১ টন চাল সংগ্রহ কম হয়েছে। চলতি ২০২১-২০২২ অর্থবছরে আমন সংগ্রহ মৌসুমে (২৮ ফেব্রুয়ারি শেষ হওয়া পর্যন্ত) ৩ লাখ টন ধান (আমন মৌসুমে ০.৬৬৪৫৮ হিসাবে ১ লাখ ৯৯ হাজার ৩৭৪ টন) এবং ৭ লাখ ২০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল খাদ্য বিভাগের। সব মিলিয়ে ৯ লাখ ১৯ হাজার ৩৭৪ টন সংগ্রহ করার লক্ষ্যমাত্রা থাকলেও আমন মৌসুমে চাল সংগ্রহ হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ১৪১ মেট্রিক টন। হিসাব অনুযায়ী মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ ৫১ হাজার ২৩৩ টন কম সংগ্রহ হয়েছে। গত বছর চালের এ সংগ্রহ আরও কম হয়েছিল।

গত বোরো মৌসুমেও চাল সংগ্রহ কম হয়েছে। বোরো মৌসুমে (৩১ আগস্ট শেষ হওয়া পর্যন্ত) সাড়ে ৬ লাখ টন ধান ও ১২ লাখ ৩৫ হাজার টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। সব মিলিয়ে বোরো মৌসুমে শূন্য দশমিক ৬৫ হিসাবে সাড়ে ছয় লাখ টন ধানে চার লাখ ২২ হাজার ৫০০ টন চাল ধরে মোট ১৬ লাখ ৫৭ হাজার ৫০০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু মোট চাল সংগ্রহ হয়েছে ১৩ লাখ ৮১ হাজার ৫৫২ টন। এতে সদ্য বিদায়ী বোরো মৌসুমে ২ লাখ ৭৫ হাজার ৯৪৮ টন চাল কম সংগ্রহ হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ কম হলেও আমদানিও হয়েছে সমানতালে। এতে চলতি অর্থবছর চালের আমদানি বেশি হওয়ায় হুহু করে বেড়েছে মজুত।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম ৮ মাস ২৩ দিনে (১ জুলাই ২৩ মার্চ পর্যন্ত) মোট ৪০ লাখ ১৬ হাজার ৯০০ মেট্রিন টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে ৯ লাখ ৫৮ হাজার ৩২০ টন চাল এবং ৩০ লাখ ৫৮ হাজার ৫৮০ মেট্রিক টন গম। একই সময়ে সরকারিভাবে খাদ্যশস্য আমদানি হয়েছে ১০ লাখ ৯৪ হাজার ২৯০ মেট্রিক টন। এতে চাল আমদানি হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৬৬০ মেট্রিক টন এবং গম আমদানি হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৬৩০ মেট্রিক টন। সব মিলিয়ে বর্তমানে সরকারিভাবে খাদ্যের মজুত দাঁড়িয়েছে ১৭ লাখ ৪ হাজার ৩৭০ মেট্রিক টনে। এর মধ্যে চালের মজুত (ধানসহ) ১৫ লাখ ১ হাজার ৪৮০ মেট্রিক টন এবং গমের মজুত ২ লাখ ৯ হাজার ১৮০ মেট্রিক টন। অথচ গত অর্থবছরের (২০২০-২০২১) একই সময়ে সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ৫ লাখ ২৭ হাজার ৬১০ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুত (ধানসহ) ছিল ৪ লাখ ৪৯ হাজার ৩০০ মেট্রিক টন এবং গমের মজুত ছিল মাত্র ৭৫ হাজার ৯০০ মেট্রিক টন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২১-২০২২ অর্থবছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ২৯০ মেট্রিক টন চালের ঋণপত্র খোলা হয়েছে। আগের অর্থবছরের ঋণপত্রসহ এই সময়ে ১০ লাখ ১০ হাজার ৭৮০ টন চালের ঋণপত্র সমাপ্ত হয়েছে। চলতি অর্থবছরের জুলাই মাসে ৫০ হাজার ৭০ মেট্রিক টন, আগস্টে ৩ লাখ ৭০০ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৪ লাখ ৩০ হাজার ২০০ মেট্রিক টন, অক্টোবরে ২৫ হাজার ৮৬০ মেট্রিক টন, নভেম্বরে ৮৪০ মেট্রিক টন, ডিসেম্বরে ১ হাজার ৫৭০ মেট্রিক টন, জানুয়ারিতে ৭২০ মেট্রিক টন এবং ফেব্রুয়ারিতে মাত্র ৩৩০ মেট্রিক টন চালের জন্য ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা।

কৃষি বিপণন অধিদফতরের তথ্যানুযায়ী, রোববার চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল ৭০-৭৬ টাকা, মিনিকেট ৬৬-৭২ টাকা, মাঝারি মানের চাল ৪৮-৫৫ টাকায়, মোটা চাল ৪২-৪৬ টাকায় বিক্রি হয়েছে। এক মাস আগেও চালের দাম একই ছিল বলে অধিদফতরের প্রতিবেদনে উঠে এসেছে। তবে গত বছরের (২০২১ সালের) একই সময়ে মোটা ও মাঝারি মানের চালের দাম কেজিপ্রতি ২-৩ তিন টাকা বেশি থাকলেও সরু চালের দাম কেজিতে ৮-১২ টাকা কম ছিল।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বাজারে নাজিরশাইল ও মিনিকেট জাতের চাল ৬০-৭০ টাকা, পাইজাম কিংবা লতা জাতের মাঝারি মানের চাল ৫০-৫৬ টাকা এবং স্বর্ণ কিংবা চায়না ইরি জাতের মোটা চাল ৪৫-৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসএইচ-১৬/৩০/২২ (ন্যাশনাল ডেস্ক)

সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান

পবিত্র রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতম তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।

এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব।

বিবৃতিতে আরও বলা হয়, এমতাবস্থায় দেশের সকল মসজিদে খতম তারাবিহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

এসএইচ-১৫/৩০/২২ (ন্যাশনাল ডেস্ক)

সফলতাহীন রুশ-ইউক্রেনের ইস্তানবুল বৈঠক

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তুরস্কের ইস্তানবুলে এ দফায় রাশিয়া-ইউক্রেনের সরাসরি আলোচনায় কোনো সফলতা আসেনি। কিন্তু ইউক্রেনের লিখিত দাবি-দাওয়াকে স্বাগত জানানো হয়েছে।

বুধবার  এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এটি খুবই ইতিবাচক যে ইউক্রেনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারা লিখিত আকারে প্রস্তাব দিয়েছে। এখন অন্য সব ব্যাপারে, আমরা সম্ভাবনাময় কিছু বলতে পারছি না—কোনো সফলতা—সামনে বহু কাজ পড়ে আছে।

এদিকে ইউক্রেনের চাষাবাদ প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে উদ্দেশ্যমূলকভাবে কৃষি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া বলে অভিযোগ করছে কিয়েভ। এতে বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দিতে পারে বলেও হুঁশিয়ারি করা হয়েছে।

ইউক্রেনের এক মন্ত্রী বলেন, রাশিয়া চাচ্ছে না, আমরা কৃষি জমিতে চাষাবাদ করি। এতে গোপনীয়তার কিছু নেই যে গেল কয়েক দিন ধরে রাশিয়া আমাদের জ্বালানি ডেপোতে অব্যাহত হামলা চালাচ্ছে। কার্যত, তারা আমাদের কৃষি জমিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এরআগে চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি।

এসএইচ-১৪/৩০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সবশেষ ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২২ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময়ে করোনা শনাক্ত হয় ৬৯ জনের দেহে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার  সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৪২০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৬ লাখ ৫৫ হাজার ১৬৭ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৫৫ হাজার ৯০৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৬২৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৫ হাজার ৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৩ হাজার ১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ১৩১ জনের।
আরও পড়ুন: করোনার প্রকোপ বাড়ায় সাংহাইয়ে দুই স্তরের লকডাউন

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৯৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৫০৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৫ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৮৬ হাজার ১৭০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৯৭৪ জন।

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এসএইচ-১৩/৩০/২২ (ন্যাশনাল ডেস্ক)

ক্ষমতায় গেলে ‘জাতীয় সরকারের’ ভাবনা বিএনপির

একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী গণঅনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সকলকে নিয়ে যারা এই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, স্বাধীন বিচার বিভাগ আইনের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, জীবনের নিরাপত্তার পক্ষে, সাংবিধানিক স্বাধীনতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করা হবে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তার আগে আরেকটি কাজ আছে, জাতীয় সরকারের দাবি পূরণ করা হবে। যারা জাতীয় সরকারের কথা ভাবছেন, আমরা তাদের বিরুদ্ধে না। তারাও কিন্তু সরকার পতন চায়, তারাও গণতন্ত্র, ভোটাধিকার চায়। সুতরাং কোনো বিভ্রান্তি নাই। জাতীয় সরকার অবশ্যই গঠন করতে হবে।

তিনি বলেন, সকলের মতামতের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র মেরামত করতে হবে। এটা হবে নির্বাচনে জয়ী হবার পর। যারা জয়ী হবে না, গণতন্ত্রের পক্ষে থাকবে তারাও জাতীয় সরকারে থাকবে। সকলে তো আর নির্বাচিত হবে না, কিন্তু গণতন্ত্রের পক্ষে থাকবে তাদেরকেও এই জাতীয় সরকারে আনা হবে। এর আগে কাজ হবে, এই জাতীয় সরকার রাষ্ট্র মেরামত করতে গিয়ে যে পরিবর্তনগুলো আনবে, সেই পরিবর্তনগুলো বিএনপি জাতির সামনে তুলে ধরবে।

খসরু বলেন, আওয়ামী চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। বর্তমান সরকারের পতন ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর সরকার পতনের জন্য বিএনপি পরিকল্পনা হাতে নিয়েছে। তা হচ্ছে, জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। সমস্ত দলমত নির্বিশেষে সকলকে এক জায়গায় আসতে হবে। ঐক্যমত পোষণ করতে হবে সরকার পতনের ব্যাপারে।

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সরকার বললে তো হবে না, নির্বাচনে জয়ী হবার পর যেই যেই পরিবর্তন তারা আনবে, সেগুলো জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরব। তাদের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে। রাজপথে থেকে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটাবে বিএনপি।

এসএইচ-১২/৩০/২২ (ন্যাশনাল ডেস্ক)

রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন রাশমিকা মান্দানা

প্রখ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি পরিচালিত নতুন সিনেমা ‘অ্যানিমাল’ এ থাকছেন না পরিণীতি চোপরা। সম্প্রতি বলিউডভিত্তিক গণমাধ্যম পিংকভিলার বরাতে জানা গেছে, এ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন রাশমিকা মান্দানা।

জানা গেছে, ‘অ্যানিমাল’ সিনেমায় কেন্দ্রীয় অভিনেত্রীর চরিত্রে অভিনয়ে জন্য রাশমিকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক সন্দীপ রেড্ডির ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্তেই নেওয়া হয়েছে।

মূলত রণবীরের সঙ্গে নতুন অভিনেত্রীর জুটি দর্শকদের সামনে উপস্থাপন করাই ছির তাদের উদ্দেশ্য। পর্দায় প্রথমবারের মতো রণবীর এবং রাশমিকা জুটি দর্শকদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সিনেমাটিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন রাশমিকা।

এর আগেও গুঞ্জন উঠেছিল ‘অ্যানিমাল’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে থাকতে পারেন রাশমিকা মান্দানাও। তবে এ ব্যাপারে কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই গ্রীষ্মেই শুরু হবে শুটিং।

ভারতে বন্দুক মাফিয়াদের পটভূমিতে সাজানো হয়েছে ‘অ্যানিমেল।’ ছবিটিতে রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওলের সঙ্গে যোগ হলেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা।

এসএইচ-১২/৩০/২২ (বিনোদন ডেস্ক)