সকাল ৯:৫১
সোমবার
২৯ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

কারাগারে যেভাবে বিয়ে সারলেন অ্যাসাঞ্জ

কারাগারেই বিয়ে করলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করেন তিনি। এ সময় অবিলম্বে অ্যাসাঞ্জের মুক্তি দাবি করেন নববধূ।

মার্কিন সরকারের গোপন নথি ফাঁস করা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিয়ে করতে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে ছুটে যান দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিস। নববধূর সাজে বিশেষ দিনে বেশ উচ্ছ্বল ছিলেন স্টেলা। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। তবে ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করলে তখন থেকেই বেলমার্শ কারাগারে রয়েছেন তিনি।

গেল নভেম্বরে বাগদত্তা স্টেলাকে বিয়ের করার অনুমতি মেলে জুলিয়ান অ্যাসাঞ্জের। দুই সরকারি সাক্ষী ও দুই প্রহরীর উপস্থিতিতেই বুধবার গাঁটছড়া বাধেন অ্যাসাঞ্জ ও স্টেলা।

গার্ডিয়ানের খবরে বলা হয়, বিয়েতে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের নকশা করা স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী কিল্ট পরেন উইকিলিকস প্রতিষ্ঠাতা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কারাগার থেকে বের করে বিয়ের কেক কাটেন স্টেলা। এ সময় জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি দাবি করেন তিনি।

স্টেলা মরিস বলেন, আপনারা জানেন, আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা অমানবিক। আমাদের মধ্যে যে ভালোবাসা আছে, তা যেকোনো পরিস্থিতিতে একই থাকবে। আমার চোখে তিনি বিশ্বের সবচেয়ে আশ্চর্য ব্যক্তি। তার মুক্তি পাওয়া উচিত।
এর আগে ইকুয়েডর দূতাবাসে থাকার সময় অ্যাসাঞ্জ- স্টেলা যুগলের দুই সন্তান হয়। স্টেলা পেশায় একজন আইনজীবী।

২০১১ সাল থেকে পরিচয়। তারপর প্রেম। ইকুয়েডর দূতাবাসে থাকাকালীন প্রায় প্রতিদিনই জুলিয়ানকে দেখতে যেতেন স্টেলা। সে সময় জুলিয়ানের আইনজীবী হিসেবে কাজ করছিলেন তিনি। বলা যায়, জুলিয়ানের বিপদের সঙ্গী স্টেলা। এর দুই বছর পর বাগদান সম্পন্ন হয় তাদের। এক সাক্ষাৎকারে নিজেই এসব কথা জানিয়েছিলেন স্টেলা মরিস। আর এবার তারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

এসএইচ-০২/২৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্বাধীনতা পদক দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ মনোনীত হওয়া দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার দেন তিনি।

এ বছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পদক পেয়েছেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এবং স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন পুরস্কার পেয়েছেন। প্রতিষ্ঠান হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বিদ্যুৎ বিভাগ।

স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

এর আগে জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমে ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করে সরকার।

১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। পরে তালিকা থেকে সাহিত্যে মনোনীত মো. আমির হামজাকে বাদ দেওয়া হয়। ফলে সাহিত্য ক্যাটাগরিতে কেউ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

এসএইচ-০১/২৪/২২ (ন্যাশনাল ডেস্ক)

প্রত্যেক ডিপার্টমেন্টেই সেরা বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও সবশেষ ম্যাচে বুধবার স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

ফলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগার বাহিনী। এই সিরিজে প্রত্যেক ডিপার্টমেন্টেই সেরা বাংলাদেশ।

তিন ম্যাচের এ সিরিজে সর্বোচ্চ রান বাংলাদেশের তামিম ইকবালের। তিন ম্যাচে ৬৪.৫০ গড়ে তিনি করেছেন ১২৯ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক টাইগার ওপেনার লিটন দাস। ৩ ম্যাচের ৩ ইনিংসে তিনি করেছেন ১১৩ রান। এই সিরিজের সর্বোচ্চ রানের ইনিংসটিও এসেছে তামিমের ব্যাট থেকে। সিরিজ নির্ধারণী ম্যাচে বুধবার ৮৭ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি।

ব্যাটিং ডিপার্টমেন্টের পরেই আসে বোলিং ডিপার্টমেন্টের কথা। এই বিভাগে এবার গতির ঝড় তুলেছেন তাসকিন আহমেদ। পুরো টুর্নামেন্টে তিনি শিকার করেছেন সর্বোচ্চ ৮ উইকেট।

দ্বিতীয় স্থানে যিনি আছেন সেই কাগিসো রাবাদার সঙ্গেও তার পার্থক্য দুই উইকেটের। মেহেদী হাসান মিরাজও রাবাদার সমানসংখ্যক উইকেট শিকার করেছেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ ছক্কাও হাঁকিয়েছেন (৪টি)।

তিন ম্যাচের এই সিরিজে সেরা বোলিং ফিগারটি তাসকিন আহমেদের। ৩৫ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং ফিগারের হিসাবে দ্বিতীয় স্থানে আছেন রাবাদা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

এসএইচ-৩০/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

নওগাঁর বদলগাছীতে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, নওগাঁ থেকে সাপাহারে যাওয়ার পথে মাতাজী হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে আরও এক শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়ে নওগাঁর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

এসএইচ-২৯/২৩/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)

মালিঙ্গার ১০ বছর পর যে কীর্তি তাসকিনের

দক্ষিণ আফ্রিকায় পেসারদের দাপট সব সময়ই। তবে বিদেশি পেসারদের ক্ষেত্রে এই কথা এতটা প্রযোজ্য হয় না। এই যেমন দক্ষিণ আফ্রিকায় ১০ বছর আগে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার পর প্রথম বিদেশি পেসার হিসেবে সেই কীর্তি গড়লেন বাংলাদেশের তাসকিন আহমেদ। বুধবার স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট শিকার করেছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয়বার পেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদেরই মাটিতে। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস স্টেডিয়ামে প্রোটিয়াদের সংগ্রহ যখন ৬৬ রান তখনই আঘাত হানেন তাসকিন। তার শিকার হয়ে ৯ রানে ফিরে যান কাইল ভেরাইনে। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জানেমান মালানকেও প্যাভিলিয়নে ফেরান তিনি। মালান ৫৬ বলে ৭ চারে করেন ৩৯ রান। এরপর সে অর্থে আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন উদযাপনের উপলক্ষ্য পেয়েছেন আরও তিনবার।

তাসকিনের পাঁচ উইকেটের তালিকায় কাইলে ভেরাইনে, মালান বাদেও আছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। প্রিটোরিয়াস ২০, মিলার ১৬ ও রাবাদা ৪ রান করেন। তাতে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তাসকিন। এ নিয়ে ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার শিকার ৬৭ উইকেট।

বাংলাদেশি পেসারের বোলিং তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাব দিতে নেমে বাংলাদেশ জয় পায় ৯ উইকেটে। এ ম্যাচ জেতার মাধ্যমে প্রোটিয়াদের ডেরায় সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগার বাহিনী। তিন ফরম্যাটে এটি লাল সবুজের প্রতিনিধিদের ২০০তম জয়।

অবশ্য তাসকিন পাঁচ উইকেট পেলেও প্রোটিয়া শিবিরে প্রথম ভাঙন ধরান মেহেদী হাসান মিরাজ। জানেমাল মালানকে নিয়ে ৪৬ রানের জুটি গড়া ডি কককে মাহমুদউল্লার ক্যাচে পরিণত করেন তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় তামিম বাহিনী।

এসএইচ-২৮/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

ম্যাচ ও সিরিজ সেরার মুকুট তাসকিনের

দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার অপরিচিত কন্ডিশনে বাউন্সি উইকেটে একজন বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে অনন্য অবদান রাখেন তাসকিন।

বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।

এদিন ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাসকিন। তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্বাগতিক প্রোটিয়ারা। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। পাশাপাশি জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

তাসকিনের উইকেট শিকারের শুরুটা হয় কাইল ভেরেইনেকে দিয়ে। এরপর তিনি একে একে সাজঘরে পাঠান জানেমান মালান, প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে। সিরিজের তিন ম্যাচে ২৩ ওভার বোলিং করে ১১২ রান দিয়ে ৮টি উইকেট নিয়েছেন তাসকিন। এর পুরস্কারই পেলেন আইপিএলকে ‘না’ বলে দেওয়া এই পেসার।

উল্লেখ্য যে, সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

এসএইচ-২৭/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

তাসকিনের দিনে ২০০ ক্যাচের মাইলফলকে মুশফিক

সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তাসকিনের ফাইফার তুলে নেওয়ার ডেলিভারিতে কাগিসো রাবাদার ক্যাচ ধরেন মুশফিক। ঝাঁপিয়ে পড়ে বল লুফে নিয়েই নিজের ২০০তম ক্যাচ পূরণ করেন তিনি। উইকেটরক্ষক হিসেবে ১৯৮টি ও ফিল্ডার হিসেবে ২টি ক্যাচ রয়েছে তার। একই সঙ্গে ক্যারিয়ারের ২৫০তম ডিসমিসাল পূরণ করেন তিনি। ৫০টি স্টাম্পিংও রয়েছে তার নামের পাশে। এই মাইলফলকে পৌঁছাতে তাকে ম্যাচ খেলতে হয়েছে ২৩৩টি।

ওয়ানডেতে গতি তারকা তাসকিনের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট দখলের দিনে নতুন এক মাইলফলকে পা রাখলেন মুশফিকুর রহিম।

সামনে নিজেকে আরও বড় উচ্চতায় তোলার সুযোগ রয়েছে মুশফিকের। বর্তমানে ওয়ানডেতে ডিসমিসালের তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি। তার উপরে থাকা সব খেলোয়াড়ই গেছেন অবসরে।

৪০৪ ম্যাচে ৫০১টি ডিসমিসাল নিয়ে তালিকার সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এছাড়া, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪৭২), ভারতের এমএস ধোনি (৪৪৪), দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৫), পাকিস্তানের মইন খান (২৮৭) ও ব্রেন্ডন ম্যাককালাম (২৭৭) রয়েছেন মুশফিকের উপরে।

কাইল ভেরেইনাকে বোল্ড করে এদিন নিজের উইকেটশিকারের শুরু করেন তাসকিন। এরপর তুলে নেন আরও চারটি উইকেট। প্রতিটিতেই অন্যতম ভূমিকা রাখেন মুশফিক। দারুণ চারটি ক্যাচ লুফে নেন এই উইকেটরক্ষক।

ইয়ানেমান মালানের ক্যাচ ধরে শুরু করেন মুশফিক। তাসকিনের বাউন্সারে ব্যাটের কানায় লাগা বলটি লাফিয়ে লুফে নেন। এরপর তাসকিনের দ্বিতীয় স্পেলে তিনি ক্যাচ ধরেন আরও তিনটি। ডোয়াইন প্রিটোরিয়াসের ক্যাচ ধরার পর ডেভিড মিলার ও রাবাদার ক্যাচও গ্লাভসে জমান মুশফিক।

রাবাদার ক্যাচ ধরার পর যেন একটু বেশি উচ্ছ্বসিত ছিলেন মুশফিক। উদযাপন করতে গিয়ে বল শূন্যে ছুঁড়ে মারেন তিনি।

এসএইচ-২৬/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। তিন ফরম্যাটে এটি লাল সবুজের প্রতিনিধিদের ২০০তম জয়। এ ম্যাচে জেতার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তামিম ইকবাল বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

স্বাগতিকদের করা ১৫৪ রানের জবাবে খেলতে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাস করেন ১২৭ রান। লিটন দাস ৫৭ বলে ৪৮ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম ও সাকিব আল হাসান। তামিম ৮২ বলে ৮৭ এবং সাকিব ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করেন।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুর ইঙ্গিতটা ভালো হয়নি বাংলাদেশের। জানেমাল মালান ও ডি কক মিলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। কককে মাহমুদউল্লার ক্যাচে পরিণত করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে তামিম বাহিনী। ৬৬ রানে তাসকিন আহমেদ প্রথম আঘাত হানেন প্রোটিয়া শিবিরে। তার শিকার হয়ে ৯ রানে ফিরে যান কাইল ভেরাইনে। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মালানকেও প্যাভিলিয়নে ফেরান তিনি।

মালান ৫৬ বলে ৭ চারে করেন ৩৯ রান। এরপর সে অর্থে আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন উদযাপনের উপলক্ষ্য পেয়েছেন আরও তিনবার। তাতে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তিনি। একদিন পরই সাকিব আল হাসানের জন্মদিন। বিশেষ এ দিনের আগে উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনি দলীয় ৭১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রোটিয়া দলপতি টেম্বা বাভুমাকে।

ওয়ানডেতে সর্বোচ্চ ব্যাটিং গড় রসি ভ্যান ডার ডুসেনের। প্রায় প্রত্যেকটি ম্যাচেই প্রতিপক্ষের বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে থাকেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের প্রথম দুটি ম্যাচেই টাইগার বোলারদের ভুগিয়েছেন তিনি। তবে এ দিন খুব বেশি সুবিধা করতে পারেননি এ ব্যাটার। ব্যক্তিগত ৪ রানে শরিফুল ইসলামের বলে মিরাজকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

তাসকিনের পাঁচ উইকেটের তালিকায় কাইলে ভেরাইনে, মালান বাদেও আছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। প্রিটোরিয়াস ২০, মিলার ১৬ ও রাবাদা ৪ রান করেন। এ নিয়ে ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিনের শিকার ৬৭ উইকেট। লুঙ্গি এনগিদির উইকেট নেন সাকিব। ১৩ বলে নামের পাশে এক রানও যোগ করতে পারেননি এনগিদি।

শেষ দিকে কেশভ মহারাজ একাই স্কোর বোর্ডে রান যোগ করছিলেন। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন এনগিদি। মহারাজ ক্যাচ তুলে দিয়েছিলেন শরিফুলের বলে। ইয়াসির রাব্বি সেই ক্যাচ ফেলে দেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মহারাজই। তিনি ২৮ রান করে রানআউটের শিকার হন।

এসএইচ-২৫/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

ওয়ানডেতে ২৪৫ দিন পর তামিমের পঞ্চাশোর্ধ্ব রান

ওয়ানডে ক্রিকেটে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেটা ছিল ২০২১ সালের জুলাইয়ে, ওই ম্যাচে ৯৭ বলে ১১২ রান করেছিলেন ড্যাশিং ওপেনার। সেই ইনিংসের ২৪৫ দিন পর পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেলেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও সবশেষ ম্যাচে বুধবার ৫২ বলে অর্ধশতক হাঁকান তামিম।

দক্ষিণ আফ্রিকার ১৫৪ রানের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান। তামিম ৬৪ বলে ৭৪ রান করে অপরাজিত এবং লিটন দাস ৩১ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য টাইগারদের আরও দরকার ৪৮ রান।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস স্টেডিয়ামে এর আগে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জানেমাল মালান ও ডি ককের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। কককে মাহমুদউল্লার ক্যাচে পরিণত করেন মিরাজ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে তামিম বাহিনী। ৬৬ রানে তাসকিন আহমেদ প্রথম আঘাত হানেন প্রোটিয়া শিবিরে। তার শিকার হয়ে ৯ রানে ফিরে যান কাইল ভেরাইনে। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মালানকেও প্যাভিলিয়নে ফেরান তিনি।

মালান ৫৬ বলে ৭ চারে করেন ৩৯ রান। এরপর সে অর্থে আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন উদযাপনের উপলক্ষ্য পেয়েছেন আরও তিনবার। তাতে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তিনি। একদিন পরই সাকিব আল হাসানের জন্মদিন। বিশেষ এ দিনের আগে উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনি দলীয় ৭১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রোটিয়া দলপতি টেম্বা বাভুমাকে। সাকিব নেন আরও এক উইকেট।

শেষ দিকে কেশভ মহারাজ একাই স্কোর বোর্ডে রান যোগ করছিলেন। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন এনগিদি। মহারাজ ক্যাচ তুলে দিয়েছিলেন শরিফুলের বলে। ইয়াসির রাব্বি সেই ক্যাচ ফেলে দেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মহারাজই। তিনি ২৮ রান করে রানআউটের শিকার হন।

এসএইচ-২৪/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

চাপের মুখে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাজনৈতিক সংঘর্ষের জেরে চাপের মুখে মমতা প্রশাসন। এ ঘটনায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিজেপি। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে রাজ্য পুলিশ।

তৃণমূল নেতার খুনের ঘটনায় ছড়িয়ে পড়া সংঘাত আর হত্যাকাণ্ডের জেরে এখনো থমথমে বীরভূম জেলার বাকটুই গ্রাম। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বাকিদের ধরতে চলছে অভিযান। নির্মম ওই হত্যাকাণ্ডের তদন্তে গঠন করা হয়েছে বিশেষ টিম। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং পুলিশ।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। বৃহস্পতিবার (২৪ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তিনি।

মমতা বলেন, এ ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে রাজ্যের প্রধান বিরোধী বিজেপি। আর আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সরকারকে বিশেষ ভূমিকা পালনের দাবি জানিয়েছে বামফ্রন্ট।

গত সোমবার রাতে কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বীরভূমের রামপুরহাট মহকুমার বাকটুই গ্রামে স্থানীয় এক তৃণমূল নেতা খুন হলে তার অনুসারীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে পট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় তারা। এতে নারী ও শিশুসহ এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০ জন।

এসএইচ-২৩/২৩/২২ (আন্তর্জাতিক ডেস্ক)